Hooghly News: স্কুলের দেওয়ালে বড় বড় ফাটল! জীবনের ঝুঁকি নিয়ে চলছে পড়াশোনা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
স্কুলের চারিদিকে বড় বড় ফাটল, যেকোনও মুহূর্তে বিদ্যালয় ভবনের একাংশ ভেঙে পড়তে পারে। এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়েই পড়াশোনা চলছে গোঘাটের প্রাথমিক বিদ্যালয়ে
হুগলি: ছাদ থেকে পড়ছে জল, ছাদের কংক্রিটও বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনক্রমে দাঁড়িয়ে আছে ক্লাসরুমের দেওয়াল। এইভাবে ছোট্ট ছোট্ট শিশুরা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে। এই ঘটনায় আতঙ্কিত ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ গ্রামবাসীরা। ঘটনাটি হুগলির গোঘাট-১ ব্লকের গোপালবাটি প্রাথমিক বিদ্যালয়ের।
গোঘাটের এই প্রাথমিক বিদ্যালয়টিতে আশেপাশের কয়েকটি গ্রামের ছোট্ট ছোট্ট ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে। গ্রামবাসীদের অভিযোগ, বারবার বিদ্যালয়ের বেহাল দশার কথা লিখিতভাবে প্রশাসনকে জানালেও কোনও কাজের কাজ হয়নি। এরফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
বিদ্যালয় ভবনটির এমনই অবস্থা যেকোনও সময়ই ছাত্র-ছাত্রীরা দেওয়াল চাপা পড়তে পারে বলছেন স্কুল কর্তৃপক্ষ। বেশ কয়েক বছর ধরে আতঙ্কের মধ্য ক্লাস করতে হচ্ছে খুদে পড়ুয়াদের নিয়ে। বিষয়টি নিয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। তাঁদের আশঙ্কা, যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বিদ্যালয়ের একাংশ। এই পরিস্থিতিতে গ্রামবাসী থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ সকলেই দ্রুত বিদ্যালয়টি সারানোর দাবি তুলেছেন।
advertisement
বর্তমানে ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। এখন প্রশ্ন উঠছে, এইভাবেই কী ধীরে ধীরে সরকারি বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যাবে? নাকি দুর্ঘটনা ঘটলে তবেই প্রশাসনের টনক নড়বে? যদিও এই প্রশ্নের উত্তর অজানা আমজনতার।
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 1:04 PM IST