Durga Puja 2023: পুজোর আগে নিরাপত্তা নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা প্রশাসনের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
পুজোর আগেই চুরি রুখতে বিভিন্ন নিরাপত্তাজনিত নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের প্রশাসনের উদ্যোগে একটি শিবির আয়োজন করে।এদিন হুগলির আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয়।
আরামবাগ: পুজোর আগেই চুরি রুখতে বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে স্বর্ণ ব্যবসায়ীরা প্রশাসনের উদ্যোগে একটি শিবির আয়োজন করে।এদিন হুগলির আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয়। জানা যায়, নদিয়া এবং পুরুলিয়া সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দিকে দিকে নিরাপত্তার অভাব বোধ করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাই রাজ্য পুলিশের নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তে সোনার দোকানের মালিকদের নিয়ে শিবির করছেন প্রশাসন। মূলত এই সভায় যেখানে সিসি ক্যামেরা লাগানোর পরামর্শ দেন এবং নিরাপত্তার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, জেলার বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই ছোট এবং বড় স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে চুরির ঘটনা লেগেই থাকে। বেশিরভাগই দুর্গা পূজার সময় চুরির ঘটনা ঘটে। তাই দুষ্কৃতীদের হাত থেকে চুরি রুখতে স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে জেলাতে শিবির অনুষ্ঠিত হচ্ছে। এবার আরামবাগ থানার উদ্যোগে রবীন্দ্র ভবনের মহকুমার ব্যবসায়ীদের সঙ্গে সভাটি করা হয়।
advertisement
advertisement
এই বিষয়ে স্বর্ণ ব্যবসায়ীরা জানান প্রতিবছরই পুজোর আগেই প্রশাসন ডেকে পাঠায়। দোকানগুলিতে চুরি আটকাতে আলোচনা করা হয়। যেভাবে দিনের পর দিন চুরির ঘটনা ঘটছে জেলায়, যাতে না হয় সেই দিকে সচেতন করে প্রশাসন।
অন্যদিকে, আইসি জানিয়েছেন অনেক সময় দেখা গিয়েছে চুরির ঘটনা বারংবার হচ্ছে। বিশেষ করে এই দুর্গা পূজার সময় দোকানগুলিতে চুরি হয়। তাই কীভাবে সমস্যা সমাধান হবে সেই সমস্ত বিষয় নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে সভা করা হয়।
advertisement
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 6:13 PM IST