Hooghly news: খুশির অন্নপ্রাশনের মধ্যে দিয়ে এক অনন্য নজির চুঁচুড়া সদর হাসপাতালে

Last Updated:

সরকারি নির্দেশিকা অনুযায়ী খুশিকে হস্তান্তরিত করে দিতে হবে চাইল্ড হোমে। আগামিকালই খুশিকে নিয়ে যাওয়া হবে চাইল্ড হোমে।

#হুগলি: সোমবার এক অনন্য নজির গড়ল চুঁচুড়া সদর হাসপাতাল। হাসপাতালে ভর্তি থাকা ছয় মাসের কন্যা সন্তানের অন্নপ্রাশন আয়োজন করলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মাস কয়েক আগে সদ্যজাতকে হাসপাতালে রেখেই নিখোঁজ হয়ে যান তার মা। তারপর থেকেই সদর হাসপাতালই ছোট্ট খুদের বাড়ি। হাসপাতালের নার্সরা সাধ করে নাম রাখেন তার খুশি।
হাসপাতাল সূত্রে খবর, জুলাই মাসের ২২ তারিখে চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন হন সিঙ্গুরের এক মহিলা। ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হন তিনি হাসপাতালে। তার সঙ্গেই হাসপাতালে আসে তার সদ্যোজাত কন্যা সন্তান। খুশির মা সুনিতা শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ ছিলেন। ইমামবাড়া সদর হাসপাতালেই তার চিকিৎসা চলছিল দীর্ঘদিন ধরে। চিকিৎসা চলাকালীন সময়ে হঠাতেই নিখোঁজ হয়ে যান ওই মহিলা। রেখে যান তার কন্যা সন্তানকে। তারপর থেকে হাসপাতালে সমস্ত স্বাস্থ্যকর্মীদের হাতেই বড় হয়ে উঠছিল ছোট্ট খুশি।
advertisement
আরও পড়ুন Bankura news : বাপরে বাপ! গয়নার দোকানে দেওয়াল ভেঙে ডাকাতি!
সরকারি নির্দেশিকা অনুযায়ী খুশিকে হস্তান্তরিত করে দিতে হবে চাইল্ড হোমে। আগামিকালই খুশিকে নিয়ে যাওয়া হবে চাইল্ড হোমে। দীর্ঘ তিন মাস যাবত খুশিকে লালন পালন করছেন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নার্স ও অন্যান্য স্বার্থ কর্মীরা। বর্তমানে তার বয়স প্রায় ছয় মাস। তাই হাসপাতালে স্বাস্থ্য কর্মী ও নার্সদের উদ্যোগে অন্নপ্রাশন আয়োজন করা হল ছোট্ট খুশির।
advertisement
advertisement
আরও পড়ুন Murshidabad Shoot Out: বন্ধুর হাতে বন্ধু খুন! বহরমপুরে ধুন্ধুমার
এ বিষয়ে চুঁচুড়া হাসপাতালের সিস্টার ইনচার্জ সম্পা নন্দী জানান, শেষ তিন মাস ধরে খুশির দেখভাল করছেন তারাই। ছোট্ট মেয়েটির প্রতি হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীরাই আবেগ প্রবণ। আগামিকাল খুশিকে হস্তান্তরিত করে দেয়া হবে চাইল্ড হোম কেয়ারে। তাই তার আগে অন্নপ্রাশনের আয়োজন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষরা।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly news: খুশির অন্নপ্রাশনের মধ্যে দিয়ে এক অনন্য নজির চুঁচুড়া সদর হাসপাতালে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement