Bankura news : বাপরে বাপ! গয়নার দোকানে দেওয়াল ভেঙে ডাকাতি!
- Published by:Pooja Basu
Last Updated:
আবারও দুষ্কৃতীর তাণ্ডব বাঁকুড়া। বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগান মোড়ে একটি গহনার দোকানে দেওয়াল ভেঙ্গে ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়
#বাঁকুড়া: আবারও দুষ্কৃতী তাণ্ডব বাঁকুড়ায়। রাতের অন্ধকারে দেওয়াল ভেঙ্গে গয়নার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগানে। আর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় বাঁকুড়া শহর সংলগ্ন এক নম্বর ব্লকের পুয়াবাগান মোড়ের একটি গয়নার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। অন্যান্য দিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান গহনার দোকানের ব্যবসায়ী ও তার কর্মচারীরা। রবিবার দোকান বন্ধ ছিল। সোমবার সকাল নাগাদ স্থানীয় ব্যবসায়ীরা লক্ষ্য করেন ওই গয়নার দোকানের দেওয়ালটি ভাঙ্গা রয়েছে। তড়িঘড়ি তারা গয়নার দোকানের সংশ্লিষ্ট মালিককে বিষয়টি জানান। দোকানের মালিক এসে দোকান খোলার পর দেখেন তার দোকানের দেওয়াল ভাঙ্গা হয়েছে। সমস্ত জিনিস এলোমেলোভাবে পড়ে রয়েছে মেঝেতে এবং গুরুত্বপূর্ণ সোনা রুপাসহ বেশ কিছু দ্রব্য সামগ্রী লুঠ হয়েছে গিয়েছে। তবে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই এই চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় দোকানদাররা অনুমান করছেন।
advertisement
advertisement
গয়না ব্যবসায়ী লালচাঁদ মহন্ত বলেন, প্রতিদিনের মতো শনিবারও দোকান বন্ধ করে বাড়ি যান তিনি ও তার দোকানের কর্মচারীরা। তারপর সোমবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা তাকে ফোন করে খবর দেন তার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। তড়িঘড়ি সোমবারে দোকানে এসে দেখেন তার দোকানে দেওয়াল কেটে দুষ্কৃতীরা তছনছ করে দিয়েছে পুরো দোকান। সমস্ত জিনিস মেঝেতে ফেলে অকপটে অত্যাচার চালিয়েছে দুষ্কৃতীরা। তারপর লকার ভেঙে দুষ্কৃতীরা প্রায় সাড়ে আট কেজি রুপো, ২৫০ গ্রাম সোনা, খদ্দেরের পুরনো কিছু গহনা, নগদ ৫ লক্ষ ৭৫ হাজার টাকা মিলিয়ে আনুমানিক প্রায় ২০ লক্ষ টাকা লুঠ হয়েছে বলে তিনি দাবি করেন।
advertisement
তিনি আরও বলেন ১৪ বছর এই জায়গায় ব্যবসা করছি কিন্তু কোনদিন এইরকম কোন ঘটনার দেখেননি তিনি। পুরো ঘটনাটি বাঁকুড়া সদর থানায় লিখিত আকারে জানানো হয়েছে বলেও তিনি জানান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
জয়জীবন গোস্বামী
view commentsLocation :
First Published :
September 19, 2022 6:07 PM IST