Murshidabad News: পুলিশের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ! প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে সারা রাত বিক্ষোভ

Last Updated:

পুলিশের বিরুদ্ধেই জবর দখলের অভিযোগ তৃণমূল বিধায়কের। যদিও কয়েক ঘণ্টা ধরে অবরোধ চলার পরে রাত এগারোটা নাগাদ অবশেষে উঠল অবরোধ পুলিশের মধ্যস্তায়।

ভরতপুর থানার বাইরে অবস্থান বিক্ষোভে বিধায়ক হুমায়ুন কবির 
ভরতপুর থানার বাইরে অবস্থান বিক্ষোভে বিধায়ক হুমায়ুন কবির 
#ভরতপুর: পুলিশের বিরুদ্ধেই জবর দখলের অভিযোগ তৃণমূল বিধায়কের। যদিও কয়েক ঘণ্টা ধরে অবরোধ চলার পরে রাত এগারোটা নাগাদ অবশেষে উঠল অবরোধ। ভরতপুর থানার পাশে জমিতে পার্ক তৈরির চেষ্টা করে পুলিশ৷ একটি জমিতে নির্মাণ ঘিরে পুলিশের সঙ্গে বিবাদে জড়ান ভরতপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নজরুল ইসলাম। পুলিশ নির্মাণকাজে বাধা দেওয়ায় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলকর্মীরা।
তৃণমূলের পাল্টা অভিযোগ, এলাকায় আগে ছিটে বেড়া করে তৃণমূলের দলীয় কার্যালয় ছিল। বর্তমানে আর কিছুই নেই। সেই পরিত্যক্ত জায়গার উপরে পুলিশ ইচ্ছাকৃত ভাবে পার্ক তৈরির জন্য জেসিবি দিয়ে খনন কাজ করে ইট ফেলেছিলেন। যা বাধা দিয়ে বিক্ষোভ শুরু করে শাসকদলের ব্লক সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে তৃণমূল কর্মীরা। পরে বিক্ষোভে সামিল হন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বেআইনি ভাবে নির্মাণ কাজ করা হচ্ছে, প্রতিবাদে থানা ঘেরাও করা হয়। চলে ভরতপুর থানার ওসি রাজা মুখোপাধ্যায়কে অপসারণ দাবি।ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে ভরতপুর থানার বাইরে ঘেরাও করে বিক্ষোভ।
advertisement
advertisement
ভরতপুর মৌজার অন্তর্গত ৩৯৯০ দাগ নং, খতিয়ান নং ৪৭১৭। মোট জমির পরিমাণ ০.৩৪ একর। বর্তমানে সেখানে পুকুর রয়েছে। কিন্তু পুলিশের অধীনে এই জায়গা বলে জানা গিয়েছে সরকারি রেকর্ডে। ফলে ভরতপুর থানার পাশে মাটি ফেলে পার্ক তৈরির চেষ্টা করে পুলিশ৷ এমনই অভিযোগ করেন বিধায়ক হুমায়ুন কবীর।যদিও পুলিশের পাল্টা দাবি, যে জায়গা নিয়ে সমস্যা সেটা আসলে পুলিশের অধীনে আছে রেকর্ড। কিন্তু তার পরেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
advertisement
রাত এগারোটা পর্যন্ত বিক্ষোভ চলার পরে ভরতপুর থানায় বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব ও পুলিশ প্রশাসন। অবশেষে পুলিশের সঙ্গে মধ্যস্তা করে অবশেষে উঠে যায় অবরোধ বিক্ষোভ । শনিবার রাতে ভরতপুর থানায় কান্দি মহকুমা পুলিশ আধিকারিক সাগর রানা, ভরতপুর সিআই, কান্দি থানার আইসি সহ পুলিশ আধিকারিক ও ভরতপুর বিধায়ক হুমায়ুন কবীর ও ব্লক সভাপতি নজরুল ইসলামকে নিয়ে বৈঠক আলোচনা করে অবশেষে কয়েক ঘণ্টা পর উঠে যায় অবরোধ বিক্ষোভ।
advertisement
এই প্রসঙ্গে কিছু বলতে চাননি মুর্শিদাবাদ জেলা পুলিশ। তবে খোদ পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার ভরতপুর।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পুলিশের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ! প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে সারা রাত বিক্ষোভ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement