Hooghly News: বাংলার বদলে ইংরেজিতে পড়াশোনা হবে আরামবাগ হাইস্কুলে

Last Updated:

গরিব ঘরের মেধাবী পড়ুয়াদের ইংরেজিতে পড়াশোনার সুযোগ দিতে আরামবাগ হাইস্কুলকে ইংরেজি মাধ্যম করল সরকার

+
title=

হুগলি: জেলার সরকারি স্কুলে এবার ইংরেজিতে পড়াশোনা হবে। কিন্তু খরচ হবে বেসরকারি স্কুলের থেকে অনেক কম। আরামবাগ হাইস্কুলকে ইংরেজি মাধ্যম হাইস্কুলে রূপান্তরিত করার অনুমোদন দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এর ফলে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকার পড়ুয়াদের পড়াশোনার মান আরও উন্নত হবে বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।
বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার খরচ অনেক। তাই সাধারণ পরিবারের মেধাবী পড়ুয়ারা ওই সব স্কুলে পড়তে পারে না। কিন্তু হুগলি জেলার সরকার পোষিত এই নামী স্কুলটিকে ইংরেজি মাধ্যম করায় এবার আরামবাগ মহকুমার মেধাবী পড়ুয়ারা পঞ্চম শ্রেণি থেকেই ইংরেজিতে পঠন-পাঠনের সুযোগ পাবে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র ঘোষ জানান, ইংরেজি মাধ্যম করার জন্য শিক্ষা দফতরে যোগাযোগ করেছিলাম। অবশেষে অনুমতি পাওয়া গিয়েছে। অন্যদিকে স্থানীয়রা জানান, এই বিদ্যালয়ের পঠন-পাঠন এলাকার অন্যান্য স্কুলের থেকে অনেকটাই এগিয়ে। নতুন করে ইংরেজি মাধ্যমে পড়ানোর সিদ্ধান্ত হওয়ায় ছেলেমেয়েদের পড়াশোনা শেষে চাকরি পেতে সুবিধা হবে বলে মনে করছেন।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাংলার বদলে ইংরেজিতে পড়াশোনা হবে আরামবাগ হাইস্কুলে
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement