Traffic Police: কান ফাটানো মডিফায়েড সাইলেন্সার নিয়ে কড়াকড়ি ট্রাফিক গার্ডের! 'দানব' বাইক দমনে পুলিশের নাকা চেকিং

Last Updated:

North Dinajpur Traffic Police: সাইলেন্সার মডিফাই করে শহরের বুকে দাপিয়ে বেরাচ্ছে ভুরিভুরি বাইক। বিকট শব্দে অতিষ্ঠ সাধারণ মানুষ। এই সমস্ত বাইকের বিরুদ্ধে ইসলামপুর ট্রাফিক গার্ডের কড়াকড়ি শুরু। রাস্তায় নাকা চেকিং।

বাইক থেকে খুলে নেওয়া হল সাইলেন্সার
বাইক থেকে খুলে নেওয়া হল সাইলেন্সার
ইসলামপুর, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদক: সাইলেন্সার মডিফাই করে শহরের বুকে দাপিয়ে বেরাচ্ছে ভুরিভুরি বাইক। সাইলেন্সারের বিকট শব্দের জেরে হচ্ছে শব্দদূষণ। এবার এই সমস্ত বাইকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে মাঠে নেমেছে ইসলামপুর ট্রাফিক গার্ড।
সাইলেন্সার মডিফাই করার কারণে বিকট শব্দে অতিষ্ঠ হচ্ছেন সাধারণ মানুষ। সেই সমস্যা দূর করতেই ট্রাফিক পুলিশের কড়াকড়ি। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কোর্ট মাঠ সংলগ্ন ট্রাফিক গার্ডের অফিসের সামনে নাকা চেকিং শুরু হয়।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে আলু ক্ষেতে পিলে চমকে ওঠা দৃশ্য! শুয়ে মস্ত অজগর, বানারহাটের গ্রাম থেকে উদ্ধার ৯ ফুটের পাইথন
সেখানে বাইকের গতি মাপার যন্ত্র বসানো হয়েছিল। অত্যাধিক গতিতে চলা বাইক, হেলমেট বিহীন বাইক আরোহী এবং বৈধ কাগজপত্র না থাকলে ওই সব গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। এরই মাঝে বিকট শব্দে ছোটা একটি বুলেট বাইক আটকে সেই বাইকের সাইলেন্সার খুলে দেয় ট্রাফিক পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  দু-চার বিঘা নয়, ৮০ বিঘা খাস জমির পাট্টা নিয়ে কৃষক বিরোধ! কয়েক দশকের বিবাদ মেটাতে আসরে প্রশাসন
এই ঘটনার পর বাইকের মালিক নিজের ভুল স্বীকার করেছেন। ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেই মডিফাই সাইলেন্সার বাজেয়াপ্ত করে ফাইন করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Traffic Police: কান ফাটানো মডিফায়েড সাইলেন্সার নিয়ে কড়াকড়ি ট্রাফিক গার্ডের! 'দানব' বাইক দমনে পুলিশের নাকা চেকিং
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement