Nadia News: ঢাকি, পুরোহিত সহ সাঙ্গপাঙ্গ নিয়ে দেবী রওনা দিলেন ভিনরাজ্যে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
শান্তিপুরের প্রতিমা শিল্পী সৌরাজ পাল বেঙ্গালুরুর এই পুজো কমিটির দুর্গা, লক্ষ্মী, কালী সব প্রতিমা তৈরি করেছেন। আয়োজকরা সবকটি প্রতিমা নিয়ে বেঙ্গালুরর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
নদিয়া: বেঙ্গালুরুর প্রবাসী বাঙালিদের দুর্গাপুজোয় প্রতিমা থেকে ঢাকি, পুরোহিত থেকে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা সবই যায় বাংলা থেকে। আর তাই প্রতিমার সঙ্গেই বেঙ্গালুরুর পথে রওনা দিলেন ঢাকি, পুরোহিতরাও। কেউ গেলেন ট্রেনে, কেউ সড়ক পথে আবার কেউবা আকাশ পথে।
আরও পড়ুন: পুজো শুরুর আগে চরম ব্যস্ত শিশু শিল্পীরা
বেঙ্গালুরুর আর টি নগর সর্বজনীন দুর্গা উৎসব কমিটির বাজনার থেকে খাজনা কোনও অংশে কম নয়। মেদিনীপুর থেকে ঢাকি, বারাসত থেকে পুরোহিত, কলকাতা থেকে দশকর্মা এসব নিয়ে আকাশ পথে উড়ে যান সেখানকার পুজো উদ্যোক্তারা। কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্ট শিল্পী সায়ক রাজের ১০ জনের একটি টিম দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোয় পরপর বেঙ্গালুরুর প্রবাসী বাঙালিদের সাবেকি পুজোর স্বাদ দিতে যাবতীয় আয়োজন করেছেন।
advertisement
advertisement
শান্তিপুরের প্রতিমা শিল্পী সৌরাজ পাল বেঙ্গালুরুর এই পুজো কমিটির দুর্গা, লক্ষ্মী, কালী সব প্রতিমা তৈরি করেছেন। আয়োজকরা সবকটি প্রতিমা নিয়ে বেঙ্গালুরর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সায়ক রাজের ওই ইভেন্ট ম্যানেজমেন্টের সদস্য দীপ কুমার দেব জানান, চন্দননগর থেকে আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জার কিছু অংশ যাবে দুটি গাড়িতে। শান্তিপুর থেকে একটি কন্টেনারে কাঠের কাঠামো দিয়ে বিশেষভাবে প্যাকিং করে যাবে ১৪ ফুট চওড়া এবং ১২ ফুট উচ্চতার লম্বা তিনটি অংশে বিভক্ত সুবিশাল দুর্গা মূর্তি। সড়কপথে টানা চার দিন এবং চার রাত চলে অবশেষে মা দুর্গা বেঙ্গালুরু পৌঁছবেন।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 7:25 PM IST