সমকামিতা অপরাধ নয় কিন্তু অপ্রাকৃতিক, 377- নিয়ে মন্তব্য় RSS-র

Last Updated:
#নয়াদিল্লি: সমলিঙ্গ বিয়ে কিংবা সম্পর্ক কোনও সুস্থ স্বাভাবিক ঘটনা নয় ৷ এটি একটি অপ্রাকৃতিক ঘটনা ৷ সুপ্রিম কোর্টের রায়ের পরই আরএসএসের মন্তব্যে বিতর্কের ঝড় ৷
দীর্ঘ লড়াইয়েই পরে অবশেষে সমকামিতাকে আইনি স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট । এর আগে ২০১৩ সালে ৩৭৭-র পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট যার পরেই দায়ের হয়েছিল অনেকগুলি জনস্বার্থ মামলা । শেষ পর্যন্ত ৩৭৭ ধারার বিপক্ষেই রায় দিল শীর্ষ আদালত ৷ সুপ্রিম কোর্টের এই রায়ের পরই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রচারক অরুণ কুমার বলেন, সুপ্রিম কোর্টের রায়কে আমরা মেনে নিয়েছি ৷ কিন্তু সমকামিতা কোনও সুস্থ স্বাভাবিক ঘটনা নয় ৷ সেই কারণে আমরা এই বিষয়টিকে মান্যতা দিচ্ছিনা ৷ ভারতের সমাজ এবং সংস্কৃতির সঙ্গে এই বিষয়টি কোনওভাবেই একাত্ম হতে পারেনা ৷
advertisement
একইসঙ্গে আরএসএসের দাবি, এই বিষয়টি সামাজিক এবং মনস্তাত্বিক দিকে গভীর প্রভাব ফেলবে ৷
advertisement
ঐতিহাসিক রায়ে সমকামিতাকে আইনি স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট । সমকামি সম্পর্কে জড়িত দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তাকে অপরাধের তকমা দেওয়া যাবে না, জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত । দেশজুড়ে খুশির হাওয়া । সোশ্যাল মিডিয়া ভাসছে শুভেচ্ছাবার্তা । কিন্তু এর মধ্যেই এই রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে আরএসএস ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
সমকামিতা অপরাধ নয় কিন্তু অপ্রাকৃতিক, 377- নিয়ে মন্তব্য় RSS-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement