এভাবেই তৈরি করুন সরষে চিকেন টিক্কা !

Last Updated:

আর মাত্র কয়েকদিন বাকি ৷ তারপরেই পুজো ৷ আর পুজো মানেই জমিয়ে পেটপুজো ৷ তবে এবার না হয় বাড়িতেই ট্রাই করুন রেস্তোরাঁর রান্না ৷ ট্রাই করুন সরষে চিকেন টিক্কা ৷

#কলকাতা: আর মাত্র কয়েকদিন বাকি ৷ তারপরেই পুজো ৷ আর পুজো মানেই জমিয়ে পেটপুজো ৷ তবে এবার না হয় বাড়িতেই ট্রাই করুন রেস্তোরাঁর রান্না ৷ ট্রাই করুন সরষে চিকেন টিক্কা ৷
কী কী লাগবে
মুরগির মাংস ৮০০ গ্রাম
লেবুর রস- ২ টেবিল চামচ
advertisement
দই- হাফ কাপ
সরষে বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
জিরে বাটা আধা চা চামচ
ফুড কালার আন্দাজ মত সামান্য আধা চা চামচের ও কম।
রাঁধুনি কাবাব গুঁড়ো মসলা ১ চা চামচ
advertisement
গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ
নুন আন্দাজ মতো
লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ
মাখন পরিমাণ মতো
কী ভাবে বানাবেন-
হাড় ছাড়া মুরগি মাংস পরিষ্কার করে ধুয়ে কিউব করে কেটে জল ঝরিয়ে নিয়ে একটি পাত্রে লেবুর রস ও মাংসের টুকরো মিশিয়ে আলাদা করে রেখে আরেকটি পাত্রে টক দই, সরষে বাটা ,রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ফুড কালার, লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, রাঁধুনি কাবাব গুঁড়ো মসলা , গোলমরিচ একসঙ্গে মেশিয়ে মাংসের টুকরো গুলি মিশ্রণে দিয়ে মেখে রেখে দিতে হবে ৩/৪ ঘন্টা।
advertisement
৩ ঘণ্টা পরে ওভেনকে ২০০ ডিগ্রী সেন্টিগ্রেডে গরম করে নিন এবং ওভেনে রেখে মাংসের টুকরো গ্রিল করতে হবে ৷ গলানো মাখন ছড়িয়ে দিতে হবে মাংসের টুকরোর ওপরে। এভাবে ২০-২৫ মিনিট লালচে ভাব হলে নামিয়ে নিয়ে তারপর ওপরে লেবুর রস চিপে ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে চিকেন টিক্কা ।
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
এভাবেই তৈরি করুন সরষে চিকেন টিক্কা !
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement