এবারের দীপাবলিতে ঘরেই তৈরি করুন চকোলেট-নারকেল বরফি
Last Updated:
এক সপ্তাহ পরেই আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ ৷ ঘরে ঘরে সবাই মেতে উঠবে দীপাবলির আনন্দে৷
#কলকাতা: এক সপ্তাহ পরেই আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ ৷ ঘরে ঘরে সবাই মেতে উঠবে দীপাবলির আনন্দে৷ আর এই আনন্দে অন্যতম মিষ্টিমুখ ৷ মিষ্টি ছাড়া কোনও উৎসবই যেন জমে না ৷ তবে এবার না হয় একটু আগে থেকেই তৈরি হয়ে উঠুন ৷ ঘরেই তৈরিই করুন দীপাবলির মিষ্টি ! ট্রাই করুন চকোলেট-নারকেল বরফি
কী কী লাগবে
লবন বর্জিত মাখন - 55 গ্রাম (গলিত)
গুঁড়ো করা চিনি - 25 গ্রাম
advertisement
গুঁড়ো বিস্কুট - 15
নুন - খুব সামান্য
কনডেন্সড মিল্ক - 125 মিলি
নারকেল - 40 গ্রাম
চকলেট চিপস - 125 গ্রাম
বাদাম - 50 গ্রাম (কাটা)
কীভাবে তৈরি করবেন
view commentsবরফি তৈরী শুরু করার আগে, একটি বাটিতে গুঁড়ো বিসকুট, গুঁড়ো করা চিনি ও নুন একসঙ্গে মিশিয়ে নিন| মিশ্রণটি পাশে সরিয়ে রাখুন উপাদানগুলো মেশাবার সময় 180 ডিগ্রি সেলসিয়াসে ওভেন প্রি-হিট করতে বসিয়ে দিন ৷ এবার, একটি বড় বাটিতে গলানো মাখন নিন ৷ এতে বিস্কুটের ওই মিশ্রণটি যোগ করুন ৷ তারপর, ভালো করে ওই গুঁড়ো বিস্কুটের মিশ্রণটি মাখন এর সঙ্গে মাখিয়ে নিন ৷ একটি বেকিং ট্রেতে পুরো মিশ্রণটি ঢেলে দিন ৷ বেকিং ট্রেটি তৈলাক্ত করার প্রয়োজন নেই ৷ একটি চামচের সাহায্যে চেপ্টে দিন ৷ বিস্কুট মিশ্রনের উপর নারকেল ছড়িয়ে দিন ৷ নারকেলের একটি সমান স্তর তৈরী করুন| এবার সমানভাবে চকোলেট চিপস ছড়িয়ে দিন ৷
Location :
First Published :
October 13, 2017 5:18 PM IST

