ভাইফোঁটা স্পেশাল ডাকবাংলা রেসিপি, চিকেন বা মাটন, বানান ভাইয়ের পছন্দ মতো

Last Updated:
ভাইফোঁটা মানেই ভাইয়ের পাতে তুলে দেওয়া প্রিয় খাবার৷ পোলাও, মাছ, মিষ্টি, মাংস দিয়ে জমিয়ে ভোজ না হলে আর ভাইফোঁটা কীসের৷ মাংসের ডাকবাংলা খাওয়ালে ভাইয়ের দিলখুশ হবেই৷ চিকেন বা মাটন যেটা ভাইয়ের পছন্দ বানান সেভাবেই৷
কী কী লাগবে
মাটন- হাড় সমেত ১০ টুকরো বা ৫০০ গ্রাম চিকেন
টক দই-৬ চা চামচ
advertisement
আদা, রসুন বাটা-১ চা চামচ
পেঁয়াজ-১টা বড় কুচনো
লবঙ্গ-৪টে
ছোট এলাচ-৪টে
তেজপাতা-১টা
মেথি দানা
হলুদ গুঁড়ো-১ চা চামচ
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
জায়ফল গুঁড়ো-আধ চা চামচ
জয়ত্রী-১টা
ভাজা ধনে গুঁড়ো-১ চা চামচ
গরম মশলা গুঁড়ো-১ চা চামচ
advertisement
আলু-২টো বড়
ডিম-১টা সিদ্ধ
জল
নুন ও চিনি-স্বাদ মতো
photo: collected photo: collected
কীভাবে বানাবেন
সব গুঁড়ো মশলা একটা বাটিতে নিয়ে ২ টেবল চামচ সর্ষের তেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন৷ এর মধ্যেই আদা, রসুন বাটা মেশান৷ মাংস এই মশলা পেস্ট, টক দই ও নুন দিয়ে ম্যারিনেট করে অন্তত ৫ ঘণ্টা ফ্রিজে রাখুন৷ এবার কড়াইতে সর্ষের তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুচি বাদামি, মুচমুচে করে ভেজে তুলে রাখুন৷ তারপর তেলে বাকি বাকি পেঁয়াজ দিন৷ নরম হয়ে এলে ম্যারিনেট করা মাংস দিয়ে ভাল করে মিশিয়ে আলু ও নুন দিয়ে চাপা দিয়ে কড়াই৷ ঢিমে আঁচে আধ ঘণ্টা সিদ্ধ হতে দিন মাংস৷ মাংস থেকে প্রচুর জল ছেড়ে আলু সিদ্ধ হয়ে যাবে৷ আলু গুলো তুলে নিয়ে চিনি দিন৷ প্রেশার কুকারে জল গরমে করে গোটা গরম মশলা দিন৷ সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে মাংস ঢেলে দিয়ে একটা হুইসলে ১০-১৫ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে মাটন৷ সিদ্ধ ডিম স্লাইস করে দিয়ে ঢিমে আঁচে ২ মিনিট রেখেই নামিয়ে নিন৷
advertisement
চিকেন ডাক বাংলো বানানোর প্রক্রিয়াও একই রকম৷ চিকেন ঘণ্টা দুয়েক ম্যারিনেট করে রাখলেই চলবে৷ সিদ্ধ করতে প্রেশার কুকারেরও প্রয়োজন নেই৷ এক্ষেত্রে গরম মশলা ফোটানো গরম জল ঢেলে দিন কড়াইতেই৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
ভাইফোঁটা স্পেশাল ডাকবাংলা রেসিপি, চিকেন বা মাটন, বানান ভাইয়ের পছন্দ মতো
Next Article
advertisement
Purba Bardhaman News: লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
  • মেমারির মহেশডাঙায় ধানের পালুইয়ে আগুন। দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ালো এলাকা।মেমারি থানার অধীনে মহেশডাঙা ক্যাম্প বাজার সংলগ্ন এলাকায় শনিবার সকালে বড়সড় আগুন লাগার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়াল।

VIEW MORE
advertisement
advertisement