Restless Anal Syndrome: করোনা থেকে সেরে উঠলেও রেস্টলেস অ্যানাল সিনড্রোমের থাবা! রোগটি ঠিক কী?

Last Updated:

কোভিডের সাধারণ উপসর্গগুলি ছাড়াও আরও বেশ কিছু উপসর্গ রয়েছে। তার মধ্যে রেস্টলেস অ্যানাল সিনড্রোম অন্যতম।

#কলকাতা: দেড় বছর অতিক্রান্ত হলেও কোভিডের আক্রমণ এখনও কমেনি। প্রতি দিন বহু মানুষ আক্রান্ত হচ্ছেন এখনও। পাশাপাশি অনেকে সুস্থ হয়ে উঠলেও তাঁদের শরীরে একাধিক সমস্যা থেকে যাচ্ছে। দেখা গিয়েছে, কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর লং কোভিডে আক্রান্ত হচ্ছে অনেকে। লং কোভিড বা পোস্ট কোভিড সিনড্রোমে আক্রান্ত হয়ে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন উপসর্গ প্রকাশ পাচ্ছে।
সাধারণ উপসর্গ যেমন ক্লান্তি, দুর্বলতা ইত্যাদি প্রকাশ পায় তেমনই আরও বেশ কিছু জটিল সমস্যাও লক্ষ্য করা গিয়েছে। বিশেষজ্ঞদের নজরে এসেছে, কোভিডে আক্রান্ত হয়ে অনেকে রেস্টলেস অ্যানাল সিনড্রোমে (Restless Anal Syndrom) ভুগছেন। এমনও রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এই রোগটি ঠিক কী? কারা আক্রান্ত হচ্ছেন? জানিয়েছেন বিশেষজ্ঞরা।
রেস্টলেস অ্যানাল সিনড্রোম
advertisement
advertisement
কোভিডের সাধারণ উপসর্গগুলি ছাড়াও আরও বেশ কিছু উপসর্গ রয়েছে। তার মধ্যে রেস্টলেস অ্যানাল সিনড্রোম অন্যতম। পোস্ট কোভিড অবস্থায়, মানে করোনা থেকে সেরে ওঠার পরে বা লং কোভিডে এই উপসর্গগুলি প্রকাশ পাওয়া যাচ্ছে। পোস্ট কোভিডে সিনড্রোমে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। সাধারণ জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে স্বাদ ও গন্ধের অনুভূতি চলে যাওয়ার মতো একাধিক সমস্যায় জর্জরিত হচ্ছেন সাধারণ মানুষ।
advertisement
এবিষয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে পোস্ট কোভিড সিনড্রোমে যে সমস্যাগুলি দেখা গিয়েছে তার মধ্যে অন্যতম হল রেস্টলেস অ্যানাল সিনড্রোম। ইতিমধ্যে জাপানের এক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছেন। এমনকী তিনি কোভিডেও আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁর ক্ষেত্রে খুব একটা বেশি উপসর্গ প্রকাশ পায়নি। সামান্য কিছু উপসর্গ প্রকাশ পেয়েছিল।
advertisement
রেস্টলেস অ্যানাল সিনড্রোম রোগটি কী?
জাপানের যে ব্যক্তি রেস্টলেস অ্যানাল সিনড্রোমে আক্রান্ত হয়েছেন তাঁর বয়স ৭৭ বছর। তিনি জানিয়েছেন, তিনি পায়ুদ্বারে অস্বস্তি অনুভব করছেন। কোভিড থেকে সেরে ওঠার পরেই তাঁর এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এই বিষয়ে একটি কেসস্টাডি প্রকাশ করেছে BMC ইনফেকশিয়াস ডিজিস (BMC Infectious Diseases)। তাতে বলা হয়েছে, ওই জাপানের ব্যক্তি কোভিড থেকে সেরে ওঠার পর তাঁর পায়ুদ্বারে বেশ কিছু সমস্যা লক্ষ্য করেন। ওই সমস্যাগুলি কোভিড থেকে সেরে ওঠার কয়েক সপ্তাহ পর থেকে শুরু হয়। ওই ব্যক্তি জানিয়েছেন, পায়ুদ্বারের ভিতরের অংশে চরম অস্বস্তি অনুভব করতে থাকেন তিনি। বিশেষজ্ঞরা পরীক্ষার পর বুঝতে পারেন, পায়ুছিদ্রের প্রায় ১০ সেন্টিমিটার গভীরে ওই অস্বস্তি তৈরি হয়েছে।
advertisement
রেস্টলেস অ্যানাল সিনড্রোম রোগের উপসর্গগুলি কী কী?
বিশেষজ্ঞরা জানিয়েছেন, জাপানের ওই ব্যক্তি পায়ুদ্বারে ব্যথা অনুভব করতে থাকেন। তার সঙ্গে সঙ্গে সব সময় মল বের হওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু মল বেরিয়ে গেলেও ওই অস্বস্তি বা যন্ত্রণার উপশম হত না। তবে সন্ধের সময় অথবা দীর্ঘ সময় বিশ্রাম নিলে অস্বস্তির কিছুটা উপশম হত মাত্র।
advertisement
পুরো পরিস্থিতি বোঝার জন্য ওই ব্যক্তির কোলোনস্কপি (Colonoscopy) পরীক্ষা করানো হয়। তাতে দেখা যায়, ওই ব্যক্তির পায়ুনালীর ভিতরের অংশে অর্শ জাতীয় রোগের সংক্রমণ হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেটি খুবই সাধারণ সমস্যা। চিন্তার কোনও কারণ নেই। এমনকী পায়ুনালীতেও কোনও বড়সড় রোগের সংক্রমণের সম্ভাবনা নেই। পাশাপাশি চিকিৎসকরা এটাও জানিয়েছেন, এক্ষেত্রে ব্রেনের কোনও অসঙ্গতি লক্ষ্য করা যায়নি। এমনকী ব্লাডারও সঠিক ভাবে রয়েছে। পায়ুদ্বারে সমস্যার পাশাপাশি ওই ব্যক্তি জানিয়েছিলেন ঘুমোতে তাঁর বেশ কিছু সমস্যা রয়েছে। তাঁর পর্যাপ্ত ঘুম হচ্ছে না। একই সঙ্গে তিনি দুশ্চিন্তা ও বিশ্রামের সমস্যায় ভুগছেন।
advertisement
এই সমস্যাটি কি রেস্টলেস লেগ সিনড্রোমের (Restless Leg Syndrom) অন্য ভ্যারিয়ান্ট?
এবিষয়ে বিস্তারিত জানিয়েছেন, টোকিও বিশ্ববিদ্যালয় হাসপাতালের (Tokyo University Hospital) এক চিকিৎসক। তাঁর কথায় রেস্টলেস লেগ সিনড্রোম হল এমন একটি শারীরিক সমস্যা যা তৈরি হয় স্নায়ুর সমস্যা থেকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে (central Nervous System) কোনও সমস্যা দেখা দিলে রেস্টলেস লেগ সিনড্রোম দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তাই বিশেষজ্ঞদের একাংশের মতে রেস্টলেস অ্যানাল সিনড্রোম যে রেস্টলেস লেগ সিনড্রোমের কোনও ভ্যারিয়ান্ট নয় তা জোর দিয়ে বলা সম্ভব নয়। এবং রেস্টলেস অ্যানাল সিনড্রোম থেকেই তৈরি হতে পারে ডিপ অ্যানাল ডিজকমফর্ট (Deep Anal Discomfort)। এবং ডিপ অ্যানাল ডিজকমফোর্ট-ও রেস্টলেস লেগ সিনড্রোমের একটা নতুন ভ্যারিয়ান্ট হতে পারে।
চিকিৎসা কী?
চিকিৎসকরা জানিয়েছেন পায়ুদ্বারে কোনও সমস্যা তৈরি হলে সেই সমস্যা সমাধান করার জন্য ক্লোনাজেপাম (Clonazepam) নামে একটি ওষুধ ব্যবহার করা হয়। এছাড়াও নিয়মিত শরীরচর্চার ফলে এই সমস্যার সমাধান হতে পারে।
যদিও এখনও পর্যন্ত করোনার সঙ্গে লড়াইয়ের জন্য অন্যতম এবং একমাত্র অস্ত্র কোভিড ভ্যাকসিন। কোভিড টিকা নিলে পোস্ট কোভিড ও লং কোভিডের হাত থেকে বাঁচা সম্ভব। কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এবিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা একদমই সঠিক তথ্য যে কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে কোভিডে আক্রান্ত হয়েছেন। কিন্তু সেক্ষেত্রে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয় না। উপসর্গও সেভাবে প্রকাশ পায় না। এছাড়াও বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিড ভ্যাকসিন নিলে লং কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থেকে।
আরও পড়ুন- নো-কস্ট বললেও ইএমআই-এর বিজ্ঞাপনের আড়ালেই লুকনো রয়েছে চার্জ, বিষয়টি ঠিক কী?
এর পাশাপাশি নিয়মিত শরীরচর্চায় জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, কোভিড থেকে সেরে ওঠার জন্য সুষম খাবার এবং নিয়মিত শরীরচর্চা ভীষণ দরকার। খাবারের তালিকায়, প্রোটিন, ভিটামিন এবং সঠিক পরিমাণে ফ্যাট জাতীয় খাবার রাখা প্রয়োজন। এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা যেমন মেটানো সম্ভব তেমনই কোভিড থেকে দ্রুত সেরে ওঠা সম্ভব।
এর সঙ্গে বেশ কিছু সতর্কতার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য কোভিড থেকে সেরে ওঠার জন্য ধূমপান সম্পূর্ণ ভাবে বন্ধ করা দরকার। কারণ কোভিড ভাইরাস মানবদেহের ফুসফুসে আক্রমণ চালায়। তাই ফুসফুস যত শক্তিশালী থাকবে ততই কোভিডের বিরুদ্ধে মোকাবিলা করা সহজ হবে। কিন্তু ধূমপান করলে তা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। সঙ্গে প্রচুর জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে।
কোভিড থেকে বাঁচতে যেমন ভ্যাকসিন নেওয়া দরকার তেমনই সচেতনতা প্রয়োজন। সরকারের তরফে বারবার প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে প্রত্যেকে মাস্ক ব্যবহার করে এবং ভিড় এড়িয়ে চলে। কারণ ভ্যাকসিন নিলেও কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সেই সম্ভবনা কমাতে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বাংলা খবর/ খবর/Explained/
Restless Anal Syndrome: করোনা থেকে সেরে উঠলেও রেস্টলেস অ্যানাল সিনড্রোমের থাবা! রোগটি ঠিক কী?
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement