দেশের বেশ কিছু রাজ্যে আগামী দুই সপ্তাহে বাড়বে করোনাক্রান্তের সংখ্যা, রাজ্যভিত্তিক সমীক্ষার রিপোর্ট পেশ করল কেমব্রিজ ইউনিভার্সিটি

Last Updated:

এক ঝলকে দেখে নেওয়া যাক কোন রাজ্য নিয়ে কী বলছে CJBS Covid 19 Tracker!

#ইংল্যান্ড: কেমব্রিজ জাজ বিজনেস স্কুল (Cambridge Judge Business School), সংক্ষেপে CJBS, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ (National Institute of Economic and Social Research) সম্প্রতি দেশের হেল্থ সিস্টেম ট্রান্সফরমেশন প্ল্যাটফর্মের (Health Systems Transformation Platform) সঙ্গে হাত মিলিয়ে একটি কোভিড ১৯ ট্র্যাকার পেশ করেছে, যা আপলোড করা হয়েছে কেমব্রিজ সেন্টার ফর হেল্থ লিডারশিপ অ্যান্ড এন্টারপ্রাইজের (Cambridge Centre for Health Leadership & Enterprise) ওয়েবসাইটে। মুখ্যত উদ্যোগ কেমব্রিজ ইউনিভার্সিটির তরফে নেওয়া, তাই একে বলা হচ্ছে CJBS Covid 19 Tracker। কেমব্রিজ ইউনিভার্সিটি ইকোনমিকস বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু হার্ভে (Andrew Harvey) এবং কেমব্রিজ জাজ বিজনেস স্কুলের ইকেনমিকস বিভাগের রিডার ডক্টর পল কাট্টুমান (DR Paul Kattuman) ইতিপূর্বে ছড়িয়ে পড়া সংক্রমণের মডেল এবং সাম্প্রতিক তথ্যাদির ভিত্তিতে এই ট্র্যাকারটি তৈরি করেছেন। যা দাবি করছে যে আগামী দুই সপ্তাহে দেশের বেশ কিছু রাজ্যে সংক্রমণের মাত্রা পৌঁছে যেতে পারে বল্গাহীন দশায়, তেমনই আবার আশা জাগিয়ে বেশ কিছু রাজ্যে সংক্রমণের হার নিম্নমুখী হবে। এই প্রসঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির এই ট্র্যাকার একটা কথা মনে করিয়ে দিতে ভোলেনি- সরকারি পদক্ষেপ এবং নাগরিক সচেতনতা বা অসচেতনতার কারণে তাদের পেশ করা তথ্যের অঙ্ক বাড়তে বা কমতে পারে।
এক ঝলকে দেখে নেওয়া যাক কোন রাজ্য নিয়ে কী বলছে CJBS Covid 19 Tracker!
১. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে অন্ধ্রপ্রদেশে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৪ শতাংশ হারে অরুণাচল প্রদেশে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২৫০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
advertisement
advertisement
৩. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে অসমে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১২,৫০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৪. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে বিহারে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
advertisement
৫. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৭৫ শতাংশ হারে চণ্ডীগড়ে ২৫০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৬. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১৫ শতাংশ হারে ছত্তিসগঢ়ে ৬,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৮,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
advertisement
৭. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে অন্ধ্রপ্রদেশে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৮. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে দাদরা আর নগর হাভেলিতে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৩০০-তে; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
advertisement
৯. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০২ শতাংশ হারে দিল্লিতে ১০,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১০. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১৫ শতাংশ হারে গোয়ায় ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
advertisement
১১. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে গুজরাতে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১২. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে হরিয়ানায় ৪,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৬,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
advertisement
১৩. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১২ শতাংশ হারে হিমাচল প্রদেশে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১৪. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে জম্মু আর কাশ্মীরে ২,৫০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১২,৫০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১৫. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০২ শতাংশ হারে ঝাড়খণ্ডে ২,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৮,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১৬. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে কর্নাটকে ১০,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৫০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১৭. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১৫ শতাংশ হারে কেরলে ১০,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৪০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১৮. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.৪ শতাংশ হারে লাক্ষাদ্বীপে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৬০০-তে; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
১৯. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১৫ শতাংশ হারে মধ্যপ্রদেশে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২০. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৭৫ শতাংশ হারে মহারাষ্ট্রে ৩০,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৭০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২১. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে মণিপুরে ১,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৩,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২২. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে মেঘালয়ে ১,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৩. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে মিজোরামে ২৫০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৭৫০-তে; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৪. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৪ শতাংশ হারে নাগাল্যান্ডে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৫. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.২০ শতাংশ হারে ওড়িশায় ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৬. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৪ শতাংশ হারে পুদুচেরিতে ১,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৪,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৭. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৭৫ শতাংশ হারে পঞ্জাবে ৪,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৬,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৮. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১৫ শতাংশ হারে রাজস্থানে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১৫,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
২৯. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে সিকিমে ০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৫০০-তে; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৩০. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০০ শতাংশ হারে তামিল নাড়ুতে ২০,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৬০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৩১. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০২ শতাংশ হারে তেলঙ্গানায় ৩,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৯,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৩২. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.২৫ শতাংশ হারে ত্রিপুরায় ২,৫০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৭,৫০০-তে; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৩৩. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.০৩ শতাংশ হারে উত্তরপ্রদেশে ১০,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ৫০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৩৪. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.২৫ শতাংশ হারে উত্তরাখণ্ডে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা উর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
৩৫. ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ০.১০ শতাংশ হারে পশ্চিমবঙ্গে ৫,০০০ থেকে নতুন সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ২০,০০০-এ; তবে ১৫ মে-র পর থেকে তা নিম্নমুখী হবে বলে জানিয়েছে CJBS Covid 19 Tracker।
view comments
বাংলা খবর/ খবর/Explained/
দেশের বেশ কিছু রাজ্যে আগামী দুই সপ্তাহে বাড়বে করোনাক্রান্তের সংখ্যা, রাজ্যভিত্তিক সমীক্ষার রিপোর্ট পেশ করল কেমব্রিজ ইউনিভার্সিটি
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement