Yo Yo Honey Singh: অপহরণ করে হেনস্থা! ভয়ানক অভিযোগ হানি সিংয়ের বিরুদ্ধে, কেন এমন করলেন র‍্যাপার!

Last Updated:

Yo Yo Honey Singh: দিন কয়েক আগে জানা গিয়েছিল, হানির সঙ্গে তাঁর প্রেমিকা, মডেল-অভিনেত্রী টিনা থাদানির বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁরা আর একসঙ্গে থাকছেন না। শুধু তা-ই নয়, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন।

হানি সিং
হানি সিং
মুম্বই: ফের শিরোনাম দখল ইয়ো ইয়ো হানি সিংয়ের। বলিউড র‍্যাপারের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ উঠল আবারও। জানা গেল, তিনি নাকি এক ইভেন্ট ম্যানেজারকে অপহরণ করে হেনস্থা করেছেন। বিবেক রমন নামে এক ব্যক্তি বিকেসি থানায় অভিযোগ দায়ের করেছেন হানি সিং এবং আরও কয়েক জনের বিরুদ্ধে। বিবেকের দাবি, হানি সিং কয়েক জনের সাহায্যে তাঁকে অপহরণ করে বন্দি রেখে হেনস্থা করেছেন। কেন এমন করেছেন হানি, সেই বিষয়ে স্পষ্ট তথ্য মিলছে না।
দিন কয়েক আগে জানা গিয়েছিল, হানির সঙ্গে তাঁর প্রেমিকা, মডেল-অভিনেত্রী টিনা থাদানির বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁরা আর একসঙ্গে থাকছেন না। শুধু তা-ই নয়, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন হানি এবং টিনা। দু'জনের একসঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়া থেকেও মুছে দেন তাঁরা। যদিও বিচ্ছেদের কারণ স্পষ্ট নয়।
advertisement
advertisement
গত বছর ডিসেম্বর মাসে এক ইভেন্টে টিনার সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের খবরে শিলমোহর দেন হানি। দর্শকাসনে বসে থাকা টিনাকে মঞ্চ থেকে নিজের ‘প্রেমিকা’ বলে সম্বোধন করেন র‍্যাপার। তার পর থেকেই প্রেমের সম্পর্ক নিয়ে স্পষ্ট কথা বলতে শুরু করেন হানি। কিন্তু সেই সম্পর্কও টিকল না বলেই খবর।
advertisement
গত বছর সেপ্টেম্বরে শালিনী তলোয়ারের সঙ্গে হানির বিচ্ছেদ হয়। গায়ক এবং তাঁর পর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন শালিনী। তা নিয়ে জলঘোলাও কম হয়নি। বিচ্ছেদের মাস তিনেকের মাথায় টিনার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন হানি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yo Yo Honey Singh: অপহরণ করে হেনস্থা! ভয়ানক অভিযোগ হানি সিংয়ের বিরুদ্ধে, কেন এমন করলেন র‍্যাপার!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement