Viral Video: চোখে কালশিটে, কার কাছে মার খেলেন অভয়? খোলসা করতেই তোলপাড় কাণ্ড, ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video: চোখে কালশিটে দাগ, ফুলে ঢোল এই নিয়ে রেড কার্পেটে হাঁটছেন অভয় দেওল৷ ঝড়ের গতিতে ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে৷

মুম্বই: বলিউড অভিনেতা অভয় দেওল খুব বেশি সিনেমায় অভিনয় না করলেও বেশ কয়েকটি ছবিতে নিজের ছাপ রেখেছেন তিনি৷ অনুরাগ কাশ্যপ পরিচালিত দেব ডি ছবিতে অভয়ের অভিনয় সকলের নজর কেড়েছিল। একাধিক বহুমুখী চরিত্রে অভিনয় করে ভক্তদের মনে নিজের বিশেষ জায়গা করে নিয়েছেন অভিনেতা। একাধিকবার বিতর্কেও নাম জড়িয়েছে অভয়ের। সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে অভয়ের, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
অভয়ের ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের৷ ভিডিওতে দেখা যাচ্ছে, চোখে কালশিটে দাগ, ফুলে ঢোল এই নিয়ে রেড কার্পেটে হাঁটছেন অভয় দেওল৷ ঝড়ের গতিতে ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে৷ সাধারণত চোখে ঘুষি খেলেই এমনটা হওয়া সম্ভব৷ সকলের মুখেই একটাই প্রশ্ন এমন অবস্থা কী করে হল অভিনেতার? তিনিও লুকোছাপা না করে সটান বলেন,আমি একটা মিউজিক কোম্পানির থেকে মার খেয়ে এখানে এসেছি৷ ছবি ৩১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে৷ আমার মিউজিক এখনও রিলিজ হয়নি কারণ মিউজিক কোম্পানি আমাকে শঙ্কর-এহসান-লয়কে একটি ধারায় সই করাতে চায় যা পুরোপুরি বেআইনি। সেই শর্তে রাজি হননি বলেই নাকি মার খেয়েছিলেন অভয়৷
advertisement
advertisement
advertisement
ঘটনাটি ২০১৪ সালের৷ ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। একজন অনুরাগী লেখেন, বলিউডের ভিতরটা এতটাই বিষাক্ত এবং বাইরে এতটাই নকল যে, যখন একজন সত্যিকারের মানুষ সত্যের কথা বলেন, তখন আমরা মনে করি সে ধাক্কা খেয়েছে। খুব কম লোকই এই আসলটা জানে। এরপর অভয় তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এই কালো চোখ নিয়ে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেন। ঘটনাটি ব্যাখ্যা করে একটি খোলা চিঠিও পোস্ট করেন ৷ শুধু তাই নয়, নিজের পুরো ক্ষোভ উগরে দিয়ে ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগও করেছিলেন অভয়৷ পোস্ট মারাত্মক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে, অভয় দেওলকে শেষবারের মতো করণ দেওল, মৌনি রায়ের সঙ্গে ভেল্লেতে দেখা গিয়েছিল।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: চোখে কালশিটে, কার কাছে মার খেলেন অভয়? খোলসা করতেই তোলপাড় কাণ্ড, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement