Bose Venkat Death: মর্মান্তিক! বোনের শেষকৃত্যে এসেই মৃত্যু হল ভাইয়ের, শোকের ছায়া পরিবারে

Last Updated:

Bose Venkat Death: গত শুক্রবারই তামিল অভিনেতা বোস ভেঙ্কেটের বোন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান৷ বোনের শেষকৃত্যে এসেই কয়েক ঘন্টার মধ্যে মারা যায় ভাই৷

আবারও নক্ষত্রপতন৷ প্রয়াত হলেন দক্ষিণী অভিনেতা বোস ভেঙ্কেটের ভাই ও বোন ৷ মাত্র কিছুক্ষণের মধ্যেই একই দিনে পরিবারের দুইজনকে হারিয়ে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া৷ মুহূর্তের মধ্যে যেন লন্ডভন্ড হয়ে গেল সবকিছু৷ গত শুক্রবারই তামিল অভিনেতা বোস ভেঙ্কেটের বোন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান৷ বোনের শেষকৃত্যে এসেই কয়েক ঘন্টার মধ্যে মারা যায় ভাই৷
সূত্রের খবর, গত ২৩ জুন ভোরবেলায় অভিনেতার বোন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান৷ বোনের মৃত্যুর খবর পেয়েই চেন্নাইতে শেষকৃত্যে যান অভিনেতার ভাই রঙ্গনাথন পুদুকোট্টাই৷ বোন চলে যাওয়ার মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারেনি পরিবার৷ সকলে তখন বোনের মৃত্যুতে কাতর, ঠিক সেই সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন ভাই৷ সঙ্গে সঙ্গেই মারা যান অভিনেতার ভাই৷ একইদিনে পরিবারের দু’জনের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার৷
advertisement
advertisement
ভাই ও বোনের মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছে না পরিবার৷ দক্ষিণী অভিনেতার পরিবারে এখন জোড়া শোকের ছায়া৷ এদিন বোনের মৃত্যুর পর ইনস্টাগ্রামে নিজের বোনের ছবিও শেয়ার করে লেখেন, আমার বোন ভালারমাথি গুণশেখরনক ঈশ্বর আমাদের থেকে কেড়ে নিয়েছেন৷ তারপরই আবার ভাইয়ের মৃত্যুতে প্রচন্ড ভেঙে পড়েছেন অভিনেতা৷ সকল ভক্তরাই তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ উল্লেখ্য, দক্ষিণের বড়পর্দা থেকে ছোটপর্দায় বেশ দাপটের সঙ্গে কাজ করেন এই অভিনেতা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bose Venkat Death: মর্মান্তিক! বোনের শেষকৃত্যে এসেই মৃত্যু হল ভাইয়ের, শোকের ছায়া পরিবারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement