Virat Kohli Anushka Sharma: বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতেই মুখ খুললেন স্ত্রী, 'আমি মনে রাখব চোখের জল', লিখলেন অনুষ্কা...

Last Updated:

Virat Kohli Anushka Sharma: দীর্ঘ চোদ্দ বছর পর টেস্ট ক্রিকেটের কেরিয়ারকে বিদায় দিলেন বিরাট। কিং কোহলির এই সিদ্ধান্তে গোটা বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মন খারাপ। তেমনই চোখে জল স্ত্রী অনুষ্কা শর্মার।

বিরাটের অবসরে মুখ খুললেন অনুষ্কা
বিরাটের অবসরে মুখ খুললেন অনুষ্কা
কলকাতা: টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। দীর্ঘ চোদ্দ বছর পর টেস্ট ক্রিকেটের কেরিয়ারকে বিদায় দিলেন বিরাট। কিং কোহলির এই সিদ্ধান্তে গোটা বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মন খারাপ। তেমনই চোখে জল স্ত্রী অনুষ্কা শর্মার।
ক্রিকেট তারকা স্বামীর এমন সিদ্ধান্তের পর কী লিখলেন স্ত্রী অনুষ্কা? বিরাটকে নিয়ে লিখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অনুষ্কাও। ইনস্টাগ্রামে অনুষ্কা ভাগ করে নিয়েছেন সেই সময়কার একটি ছবি, যখন খারাপ পারফরম্যান্সের জন্য লাগাতার কটাক্ষের মুখে পড়তে হয়েছিল বিরাট কোহলিকে।
advertisement
advertisement
advertisement
অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রামে লিখলেন, ‘ওরা রেকর্ড ও মাইলফলক নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই চোখের জল, যা তুমি কারও সামনে ফেলোনি। সেই সব লড়াই, যা কেউ দেখেনি। মনে রাখব এই ফরম্যাটকে কতটা ভালবাসা তুমি দিয়েছ। আমি জানি তার জন্য তোমাকে কতটা ত্যাগ করতে হয়েছে। প্রতিটা টেস্ট সিরিজের পরে তুমি ফিরে এসেছ আরও পরিণত, আরও নম্র হয়ে। এই সময়ে তোমার পরিবর্তনের সাক্ষী থেকেছি।’
advertisement
আরও পড়ুন: অবশেষে জাতির উদ্দেশে আজ রাত ৮টায় ভাষণ মোদির, পাকিস্তানকে উচিত শিক্ষা নিয়ে আরও বড় ঘোষণা?
অনুষ্কা আরও লিখেছেন, ‘কেন জানি না, আমার মনে হত, টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে তুমি। কিন্তু তুমি সব সময় নিজের মনের কথা শুনেছ। আমি শুধু এটুকুই বলতে চাই, এই বিদায়ের প্রতিটা মুহূর্ত তুমি অর্জন করেছ।’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Virat Kohli Anushka Sharma: বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতেই মুখ খুললেন স্ত্রী, 'আমি মনে রাখব চোখের জল', লিখলেন অনুষ্কা...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement