India Pakistan Tension: 'কাশ্মীরে বাবাকে প্রথমে অপহরণ করে হিজবুল জঙ্গিরা, পরে নৃশংস খুন'! আজও দগদগে স্মৃতি 'শহিদ সন্তান' বলিউড নায়িকার, কে জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
India Pakistan Tension: নায়িকা নিজেকে পরিচয় দিয়েছেন শহিদের সন্তান বলে। কেন তিনি শহিদের সন্তান? তা খুঁজতে গিয়ে উঠে এসেছে এমন সব তথ্য যা পড়লে শিউরে উঠবেন আপনি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নিমরতের কথায়, "সালটা ছিল ১৯৯৪। আমি তখন খুব ছোট। স্কুলে বড়দিনের ছুটি চলছে। বাবার সঙ্গে দেখা করব বলে কাশ্মীর যাই সবাই। আর তখনই হিজবুল মুজাহিদিনের দল বাবাকে অপহরণ করে। ওদের দাবি ছিল, কয়েকজন জঙ্গিকে মুক্তি দিতে হবে, তবেই ছাড় পাবে বাবা। বাবা রাজি হননি। সাতদিন অপেক্ষা করেছিল ওরা। আর তারপরেই বাবাকে মেরে ফেলল ওরা। বাবা তখন মাত্র ৪৪ বছরের। আমাদের দিল্লি নিয়ে আসা হয়। দেখতে পাই তিরঙ্গায় মুড়ে শায়িত বাবা।"
advertisement
advertisement