India Pakistan Tension: 'কাশ্মীরে বাবাকে প্রথমে অপহরণ করে হিজবুল জঙ্গিরা, পরে নৃশংস খুন'! আজও দগদগে স্মৃতি 'শহিদ সন্তান' বলিউড নায়িকার, কে জানেন?

Last Updated:
India Pakistan Tension: নায়িকা নিজেকে পরিচয় দিয়েছেন শহিদের সন্তান বলে। কেন তিনি শহিদের সন্তান? তা খুঁজতে গিয়ে উঠে এসেছে এমন সব তথ্য যা পড়লে শিউরে উঠবেন আপনি।
1/10
ভারত-পাকিস্তান সংঘাতের সংঘর্ষবিরতি ঘোষণা হয়েছে। অপারেশন সিঁদুর-এর মাধ্যমে সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। সেনাজওয়ান, বায়ুসেনা ও নৌসেনার শৌর্যে গোটা বিশ্বের কাছে ভারত বার্তা পৌঁছে দিয়েছে জঙ্গিদের সঙ্গে কোনও আপোষ নয়।
ভারত-পাকিস্তান সংঘাতের সংঘর্ষবিরতি ঘোষণা হয়েছে। অপারেশন সিঁদুর-এর মাধ্যমে সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। সেনাজওয়ান, বায়ুসেনা ও নৌসেনার শৌর্যে গোটা বিশ্বের কাছে ভারত বার্তা পৌঁছে দিয়েছে জঙ্গিদের সঙ্গে কোনও আপোষ নয়।
advertisement
2/10
এই পরিস্থিতিতে এক দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নিমরত কৌর। এয়ারলিফ্ট, স্কাই ফোর্সের মতো একাধিক ছবিতে কাজ করেছেন নিমরত।
এই পরিস্থিতিতে এক দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নিমরত কৌর। এয়ারলিফ্ট, স্কাই ফোর্সের মতো একাধিক ছবিতে কাজ করেছেন নিমরত।
advertisement
3/10
নিমরতের বাবা ছিলেন একজন ভারতীয় সেনা। তাঁর বাবার জঙ্গিদের হাতে অপহরণ ও খুনের ঘটনা দেশবাসীর সঙ্গে শেয়ার করেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় নিমরতের পোস্ট ভাইরাল হয়েছে।
নিমরতের বাবা ছিলেন একজন ভারতীয় সেনা। তাঁর বাবার জঙ্গিদের হাতে অপহরণ ও খুনের ঘটনা দেশবাসীর সঙ্গে শেয়ার করেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় নিমরতের পোস্ট ভাইরাল হয়েছে।
advertisement
4/10
নিমরত নিজেকে পরিচয় দিয়েছেন শহিদের সন্তান বলে।
নিমরত নিজেকে পরিচয় দিয়েছেন শহিদের সন্তান বলে।
advertisement
5/10
কেন তিনি শহিদের সন্তান? তা খুঁজতে গিয়ে উঠে এসেছে এমন সব তথ্য যা পড়লে শিউরে উঠবেন আপনি।
কেন তিনি শহিদের সন্তান? তা খুঁজতে গিয়ে উঠে এসেছে এমন সব তথ্য যা পড়লে শিউরে উঠবেন আপনি।
advertisement
6/10
শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে আসে জওহর টানেল। সেই টানেল থেকে একটু এগিয়ে বিস্তৃত এক উপত্যকা, নাম ভেরিনাগ। আর সেখানেই আচমকা বদলি হন নিমরতের বাবা মেজর ভূপেন্দর সিং।
শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে আসে জওহর টানেল। সেই টানেল থেকে একটু এগিয়ে বিস্তৃত এক উপত্যকা, নাম ভেরিনাগ। আর সেখানেই আচমকা বদলি হন নিমরতের বাবা মেজর ভূপেন্দর সিং।
advertisement
7/10
ইচ্ছে ছিল পরিবারকে নিয়ে যাওয়ার। কিন্তু কাশ্মীর নিরাপদ ছিল না সে সময়। পারেননি, নিমরতরা থেকে যান পঞ্জাবেই।
ইচ্ছে ছিল পরিবারকে নিয়ে যাওয়ার। কিন্তু কাশ্মীর নিরাপদ ছিল না সে সময়। পারেননি, নিমরতরা থেকে যান পঞ্জাবেই।
advertisement
8/10
নিমরতের কথায়, "সালটা ছিল ১৯৯৪। আমি তখন খুব ছোট। স্কুলে বড়দিনের ছুটি চলছে। বাবার সঙ্গে দেখা করব বলে কাশ্মীর যাই সবাই। আর তখনই হিজবুল মুজাহিদিনের দল বাবাকে অপহরণ করে। ওদের দাবি ছিল, কয়েকজন জঙ্গিকে মুক্তি দিতে হবে, তবেই ছাড় পাবে বাবা। বাবা রাজি হননি। সাতদিন অপেক্ষা করেছিল ওরা। আর তারপরেই বাবাকে মেরে ফেলল ওরা। বাবা তখন মাত্র ৪৪ বছরের। আমাদের দিল্লি নিয়ে আসা হয়। দেখতে পাই তিরঙ্গায় মুড়ে শায়িত বাবা।"
নিমরতের কথায়, "সালটা ছিল ১৯৯৪। আমি তখন খুব ছোট। স্কুলে বড়দিনের ছুটি চলছে। বাবার সঙ্গে দেখা করব বলে কাশ্মীর যাই সবাই। আর তখনই হিজবুল মুজাহিদিনের দল বাবাকে অপহরণ করে। ওদের দাবি ছিল, কয়েকজন জঙ্গিকে মুক্তি দিতে হবে, তবেই ছাড় পাবে বাবা। বাবা রাজি হননি। সাতদিন অপেক্ষা করেছিল ওরা। আর তারপরেই বাবাকে মেরে ফেলল ওরা। বাবা তখন মাত্র ৪৪ বছরের। আমাদের দিল্লি নিয়ে আসা হয়। দেখতে পাই তিরঙ্গায় মুড়ে শায়িত বাবা।"
advertisement
9/10
মৃত্যুর পর শৌর্যচক্রে ভূষিত করা হয় ভূপিন্দর সিংকে। সেদিনের সেই স্মৃতি আজও দগদগে নিমরতের মনে। এরপর আর কখনও কাশ্মীর যাননি নিমরত।
মৃত্যুর পর শৌর্যচক্রে ভূষিত করা হয় ভূপিন্দর সিংকে। সেদিনের সেই স্মৃতি আজও দগদগে নিমরতের মনে। এরপর আর কখনও কাশ্মীর যাননি নিমরত।
advertisement
10/10
আজ যখন ভারতীয় সেনাবাহিনী উচিৎ শিক্ষা দিচ্ছে পাকিস্তানকে, সেই সাফল্যে খুবই খুশি তিনি। কোথাও গিয়ে বাবাও দেখছেন সবটা, এমনটা মনে করেন অভিনেত্রী।
আজ যখন ভারতীয় সেনাবাহিনী উচিৎ শিক্ষা দিচ্ছে পাকিস্তানকে, সেই সাফল্যে খুবই খুশি তিনি। কোথাও গিয়ে বাবাও দেখছেন সবটা, এমনটা মনে করেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement