PM Modi Address to Nation: অবশেষে জাতির উদ্দেশে আজ রাত ৮টায় ভাষণ মোদির, পাকিস্তানকে উচিত শিক্ষা নিয়ে আরও বড় ঘোষণা?

Last Updated:

PM Narendra Modi Address to Nation: অপারেশন সিঁদুর চলাকালীন প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাত ৮টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (File Image)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (File Image)
কলকাতা: অপারেশন সিঁদুর চলাকালীন প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাত ৮টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সীমান্তে সংঘর্ষবিরতির মধ্যেও পাকিস্তান সেনার ধারাবাহিক হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
এই খবর জানার পর দেশবাসীর কৌতূহল তুঙ্গে। কী নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী? ভারত-পাক যুদ্ধ আবহে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বলতে পারেন তিনি। আবার সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় কোনও পদক্ষেপের ঘোষণাও করতে পারেন মোদি। আজ রাত ৮টার দিকে নজর সকলের।
আরও পড়ুন: ‘কাশ্মীরে বাবাকে প্রথমে অপহরণ করে হিজবুল জঙ্গিরা, পরে নৃশংস খুন’! আজও দগদগে স্মৃতি ‘শহিদ সন্তান’ বলিউড নায়িকার, কে জানেন?
সোমবার সেনা জানিয়েছে, পাকিস্তান টার্গেট করলেও ভারতের গায়ে আঁচ লাগেনি এক ফোঁটাও৷ উল্টে পাকিস্তানে ঢুকে একের পর এক বিমানঘাঁটি, রেডার সিস্টেম ধ্বংস করে দিয়ে এসেছে ভারত৷ সাংবাদিক বৈঠকে সে কথা স্পষ্ট করে দিলেন সেনাপ্রধানরা৷ এখানেই শেষ নয়, বিমান হানায় ভারতের বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার যে দাবি করে আসছিল পাকিস্তান, তা-ও এক কথায় এদিন নস্যাৎ করে দেন ভারতের এয়ার ভাইস মার্শাল একে ভারতী৷ বরং রীতিমতো চ্যালেঞ্জের সুরে জানিয়ে দেন, ভারতের সমস্ত মিলিটারি বেস একদম ঠিকঠাক রয়েছে, ‘‘ভবিষ্যতে কাজে লাগলে তা প্রয়োজন মতো ব্যবহারও করবে ভারত৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: পাকিস্তানকে বিশ্বাস নেই! ভারতীয় সেনার সহযোগিতায় বাংলাদেশ সীমান্তে রেলের বড় উদ্যোগ, কী হবে এবার?
শুধু তাই নয়, ভারতীয় প্রযুক্তিতে দেশেই তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম ‘আকাশ’ যেভাবে ভারতের মানুষকে সুরক্ষা দিয়েছে এবং বিপদের সময় কাজে এসেছে, তা-ও এদিন উল্লেখ করেন তিনি৷ ভারতী বলেন, ‘‘আরেকটি জিনিস যা দুর্দান্ত কাজে পারফর্ম্যান্স দিয়েছে, তা হল ভারতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ৷’’ ভারতের স্থল, নৌ এবং বায়ু সেনার তৈরি মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম কী ভাবে কাজ করে, এদিন রীতিমতো ডায়াগ্রাম শেয়ার করে সেকথাও জানিয়ে দেওয়া হয় ভারতের তরফে৷
advertisement
আবীর ঘোষাল
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi Address to Nation: অবশেষে জাতির উদ্দেশে আজ রাত ৮টায় ভাষণ মোদির, পাকিস্তানকে উচিত শিক্ষা নিয়ে আরও বড় ঘোষণা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement