India Pakistan Tension: পাকিস্তানকে বিশ্বাস নেই! ভারতীয় সেনার সহযোগিতায় বাংলাদেশ সীমান্তে রেলের বড় উদ্যোগ, কী হবে এবার?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
India Pakistan Tension: জলপাইগুড়ি শহর থেকে দশ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। সেখানেই এবার বড় উদ্যোগ নিতে চলেছে রেল? জানুন
জলপাইগুড়ি: পাকিস্তানকে বিশ্বাস নেই। শনিবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে গোলাবর্ষণের জোরালো জবাব দিয়েছে ভারতীয় সেনা। সোমবার ডিজিএমও পর্যায়ে আলোচনার মাঝে জলপাইগুড়িতে সামরিক বাহিনীর যোগাযোগ পথ সুগম করতে রেলের ঘুমটি এলাকা পরিদর্শন করলেন রেলের আধিকারিকরা।
জলপাইগুড়ি শহর থেকে দশ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। সীমান্তে যাতাযাতের ক্ষেত্রে তিন নম্বর ঘুমটি রাজ্য সড়ক ব্যবহার করে থাকে বিএসএফ। ফ্লাইওভার না থাকায় ট্রেন আসা যাওয়ার সময় সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ যানজটের মুখে পড়তে হয় বাহিনীর জওয়ানদের।
আরও পড়ুন: ‘কাশ্মীরে বাবাকে প্রথমে অপহরণ করে হিজবুল জঙ্গিরা, পরে নৃশংস খুন’! আজও দগদগে স্মৃতি ‘শহিদ সন্তান’ বলিউড নায়িকার, কে জানেন?
এই সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরেই ফ্লাইওভারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। তবে বর্তমান পরিস্থিতিতে এই সড়কের গুরুত্ব বিবেচনা করে এদিন জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন তিন নম্বর ঘুমটি পরিদর্শন করেন রেলের আধিকারিকরা।
advertisement
advertisement
আরও পড়ুন: কাঁড়ি কাঁড়ি দাম দিয়ে রুই-কাতলা আর কত খাবেন? পাতে রাখুন এই সহজলভ্য-সস্তা মাছ! শরীরের বহু উপকার হবে, জানুন
ছিলেন এডিআরএম কাটিহার অজয় সিং, জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়, রেলের যাত্রী সাচ্ছন্দ্য কমিটির সদস্য পার্থ রায়।
শান্তনু কর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2025 2:38 PM IST