Viral Video : মাধুরীর সঙ্গে 'চন্নে কে খেত মে' তানজানিয়ার কিলি পলের নাচ! হু হু করে ভাইরাল ভিডিও
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Viral Video : সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে একটি ভিডিও, এই ভিডিওতে বলিসুন্দরী মাধুরীকে মঞ্চে দেখা যাচ্ছে, সঙ্গে রয়েছেন তানজানিয়ার সোশ্যাল মিডিয়া তারকা কিলি পল
#মুম্বই: তানজানিয়ার সোশ্যাল মিডিয়া তারকা কিলি পল সম্প্রতি এসেছেন ভারতে। তিনি ভারতে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সম্প্রতি বিগ বসের বাড়িতে গিয়েছিলেন। এখন 'ঝলক দিখলা জা'-এর সেটেও পৌঁছেছেন তিনি। ঝলক দিখলা জা-এর সেটে বলিউডের ধাক ধক গার্ল মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচের সুযোগ পান তিনি। এরপর মাধুরী দীক্ষিতের সঙ্গে প্রচণ্ড নাচলেন তিনি।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে একটি ভিডিও। এই ভিডিওটি 'ঝলক দিখলা জা'-এর সেটের। এই ভিডিওতে বলিসুন্দরী মাধুরীকে মঞ্চে দেখা যাচ্ছে, সঙ্গে রয়েছেন তানজানিয়ার সোশ্যাল মিডিয়া তারকা কিলি পল। এরপর সেখানে বাজতে থাকে 'চন্নে কে খেত মে' গানটি। এই গানে মাধুরী দীক্ষিতের সঙ্গে কাইলি পল এমন নাচ করেন যে সেখানে উপস্থিত লোকজন তাঁদের নাচের পাগল হয়ে ওঠেন।
advertisement
'চন্নে কে খেত মে' গানে মাধুরী দীক্ষিতকে নকল করতে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় এই নাচের পারফরম্যান্স মানুষ খুব পছন্দ করে। তিনি অনুগ্রহ করে জানান যে কাইলি পলের প্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এ কারণে তিনি তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। মাধুরী দীক্ষিত বর্তমানে 'ঝলক দিখলা জা ১০'-এ বিচারকের ভূমিকায় অভিনয় করছেন। এর আগে বিগ বস ১৬-এও দেখা গিয়েছিল কিলি পলকে। তিনি প্রতিযোগীদের একটি নতুন টাস্ক দিতে শোতে এসেছিলেন। সেখানে তিনি সব প্রতিযোগীর সঙ্গে নাচও করেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 3:03 PM IST

