নুসরতের ফ্যাশন টিপস! রইল পুজোয় ঘুরে রোদে পোড়া ত্বক থেকে মুক্তির ঘরোয়া টোটকা

Last Updated:

অভিনেত্রী পরামর্শ দিলেন যে সপ্তাহে দু'বার এই মিশ্রণটি তৈরি করে মুখে লাগালেই ফল মিলবে

#কলকাতা: নুসরত জাহান! সম্প্রতি 'মহানায়ক' পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। তাঁকে নিয়ে নতুন কিছু বলার নেই। টলিউডের এই নায়িকার নামটাই তাঁর পরিচয়। নুসরত একা হাতে অনেক কিছু সামলান। সন্তানের দায়িত্ব, অভিনয় সেই সঙ্গে সাংসদ পদ। তবে পুজোর পরে নুসরতের ইনস্টাগ্রাম পোস্ট নজর কাড়ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
দুর্গাপুজোয় রোদে পুড়ে ঠাকুর না দেখলে কী আর উৎসব কাটে? হেঁটে হেঁটে উত্তর থেকে দক্ষিণ কলকাতা, ঠাকুর দেখা চাই ই চাই। কিন্তু তাতে তো অন্য বিপদ। অনেকেরই মুখের ত্বক তীব্র সূর্যোলোকে পুড়ে তামাটে হয়ে গিয়েছে। তাই তাঁরা চাইলেই নিজের উজ্জ্বল ত্বক ফিরে পেতে নুসরতের দিলেন এই ঘরোয়া টিপস।
advertisement
advertisement
কীভাবে নুসরতের মতো উজ্জ্বল ত্বক হবে আপনারও?
একটি কাচের পাত্রে একটুকরো আলু, টমাটো, লেবু নিলেন নুসরত। পরে সেটা মিক্সার মেশিনে পেস্ট করে, তাতে এক চিমটে হলুদ আর এক চামচ বেসন এবং দুধ মিশিয়েছেন। সেই মিশ্রণটি ব্রাশ দিয়ে গোটা মুখে মাখতে দেখা গিয়েছে সাংসদ, অভিনেত্রীকে। পরে মুখে শুকিয়ে যাওয়া সেই প্যাকটি তুলতে নুসরত ব্যবহার করেছেন ঠাণ্ডা দুধ। অভিনেত্রী পরামর্শ দিলেন যে সপ্তাহে দু'বার এই মিশ্রণটি তৈরি করে মুখে লাগালেই ফল মিলবে। সঙ্গে অবশ্যই নিয়মিত সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন নুসরত।
advertisement
ভিডিয়োর ক্যাপশনে নুসরত লিখেছেন, 'আজ শনিবার, নিজের প্রতি যত্ন নেওয়ার দিন। এটা আপনাদের সকলের জন্যই রইল, ভালবাসা দেবেন।'
advertisement
পোস্টে ভক্তদের কমেন্টের ঝড় উঠেছে। কেউ কেউ কমেন্টে জানিয়েছেন, 'আপনি তো এমনিই সুন্দরী, এগুলি মেখে আর কী হবে!'কেউ আবার জানিয়েছেন ধন্যবাদ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নুসরতের ফ্যাশন টিপস! রইল পুজোয় ঘুরে রোদে পোড়া ত্বক থেকে মুক্তির ঘরোয়া টোটকা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement