ভেতো বাঙালির জন্য সুখবর! রইল এই ৭ সুস্বাদু ভাতের রেসিপির খোঁজ

Last Updated:

এমন কিছু উপায় আছে যাতে ভাত হয়ে উঠবে আরও সুস্বাদু এবং স্বাস্থ্যকর। কীভাবে? দেখে নেওয়া যাক।

কথায় বলে, ভেতো বাঙালি। এটা নিন্দা না কি অন্য কিছু সে বিতর্ক তোলা থাক। ভাত ছাড়া বাঙালির যে এক পা-ও চলে না সেটা এই বিশেষণ থেকে পরিষ্কার। বাড়িতে সাধারণত চাল ফুটিয়েই ভাত রান্না হয়। তবে এমন কিছু উপায় আছে যাতে ভাত হয়ে উঠবে আরও সুস্বাদু এবং স্বাস্থ্যকর। কীভাবে? দেখে নেওয়া যাক।
সবজির নির্যাস: সবজির খোসা ফেলেই দেওয়া হয়। কিন্তু সে সব দিয়েই স্বাস্থ্যকর স্টক তৈরি করা যায়। ভাতের সঙ্গে তো বটেই অন্য তরকারিতেও ব্যবহার করা যায় অনায়াসে। শুধু স্বাদ নয় এতে পুষ্টির মাত্রা বাড়ে।
কারি পাতার মশলা: শুকনো কারি পাতা, তুর ডাল, কালো মরিচ, নুন, শুকনো লঙ্কা, ধনে, শুকনো আমের গুঁড়ো এবং জিরে মিশিয়ে গুঁড়ো মশলা তৈরি করে নিতে হবে। তারপর ভেজে নিতে হবে ঘিয়ে। এবার ভাত ফোটানোর সময় সেটা মিশিয়ে দিতে হবে। এতে চাল থেকে একরকমের সুগন্ধ ছাড়ে। ভাতও সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয়।
advertisement
advertisement
লেবুর রস: অনেক সময় ভাত ডেলা পাকিয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে লেবুর রস দিতে হবে। ভাত হবে ঝুরো-ঝুরো। সঙ্গে ধবধবে সাদা।
গরম মশলা: ঘি বা তেলে সামান্য গরম মশলা ভেজে নিতে হবে। তারপর সেই পাত্রেই রাঁধতে হবে ভাত। ডাল তরকা বা শুকনো সবজির তরকারিতেও এই মশলা ব্যবহার করা যায়।
advertisement
মটরশুটি এবং ভুট্টা: ভাত রান্না করাই হোক কিংবা বেঁচে যাওয়া ভাত দিয়ে কোনও পদ রাঁধা, এতে মটরশুটি আর ভুট্টা মেশালে স্বাদ এবং স্বাস্থ্য, দুটোই খোলতাই হয়। শুধু পুষ্টির মান বাড়ায় তাই নয়, দেখতেও খুব সুন্দর লাগে।
advertisement
চিনি এবং মশলা: প্যানে সামান্য ঘি বা তেল দিয়ে তাতে চিনি, স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়ে একটু নেড়ে নিতে হবে। চিনি গলে গিয়ে মশলা সুগন্ধ ছড়াতে আরম্ভ করলে গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার এই মশলা ধোয়া চালে মিশিয়ে তারপর ফোটাতে হবে। চাল ধীরে ধীরে বাদামি হয়ে যাবে। ডাল কিংবা সবজিতেও এই মশলা ব্যবহার করা যায়।
advertisement
পেঁয়াজ এবং রসুন: চাল ফোটানো ভাত খেতে খেতে বিরক্ত হয়ে গেলে তাতে পোড়া বা ক্যারামেলাইজ করা পেঁয়াজ এবং রসুন দিলেই ম্যাজিক। তৎক্ষণাৎ ভাতের স্বাদ বেড়ে যাবে। স্বাদ আরও বাড়াতে চাইলে সামান্য নুন এবং মরিচ ছিটিয়ে দেওয়া যায়। যে কোনও তরকারির সঙ্গে এই ভাত খেতে ভাল লাগে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ভেতো বাঙালির জন্য সুখবর! রইল এই ৭ সুস্বাদু ভাতের রেসিপির খোঁজ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement