Viral Video | Ranveer Singh: নগ্ন রণবীর সিংকে 'মানসিক জঞ্জাল' আখ্যা দিয়ে, দান করা হল জামা-কাপড়! ভাইরাল ভিডিওতে সমালোচনা

Last Updated:

Viral Video | Ranveer Singh: নগ্ন ফটোশ্যুটই কাল হল রণবীর সিংয়ের জীবনে! ইন্দোরের রাস্তায় ভয়াবহ দৃশ্য দেখা গেল! ভাইরাল ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

#মুম্বই:  নগ্ন ফটোশ্যুট কী শুধু মাত্র মহিলা মডেল বা সেলেবদের জন্যই? পুরুষরা নগ্ন ফটোশ্যুট করলে কেন এত ঝামেলা? সম্প্রতি সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে রণবীর সিংয়ের নগ্ন ফটোশ্যুটে। বিখ্যাত ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্যুট করেন রণবীর সিং। আর তাতেই যত গোল। রণবীর বলিউডের ছক ভাঙা নায়কদের একজন। অভিনয়ে তিনি যেমন দক্ষ, তেমন তাঁর ব্যক্তিত্বও ভীষণ রঙিন। হাসি মজা থেকে শুরু করে দায়িত্ববান স্বামী কি করে হয়ে উঠতে হয়, তা রণবীর সিং করে দেখিয়েছেন। দীপিকা পাড়ুকোন বলেছিলেন, "রণবীরকে বিয়ে করা তাঁর জীবনের এক মাত্র ঠিক সিদ্ধান্ত!" কিন্তু এ হেন রণবীরকে নগ্ন দেখতে নারাজ দর্শক।
ইতিমধ্যেই নগ্ন হওয়ার জন্য রণবীরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবারই জানা গিয়েছিল, মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। দাবি ছিল, নায়কের সাম্প্রতিকতম নগ্ন ছবিগুলি 'মহিলাদের ভাবাবেগে আঘাত' করেছে। আজ, মঙ্গলবার চেম্বুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ২৯২ (জনসাধারণের উদ্দেশে প্রকাশের অযোগ্য ছবি), ২৯৩ (নতুন প্রজন্মকে ভুল পথে চালিত করা), ৫০৯ (শব্দ, অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের শালীনতাকে অপমান করা) এবং ৬৭(এ) (আইটি অ্যাক্ট) ধারায় মামলা দায়ের হয়েছে দীপিকা পাড়ুকোনের স্বামীর বিরুদ্ধে।
advertisement
View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
advertisement
এবার সামনে এল আরও এক ভয়াবহ দৃশ্য। যা আপনাকে অবাক করবে বইকি! প্রশ্ন তুলবে অনেক। সত্যিই কী আমরা আধুনিক মনস্ক হচ্ছি? নাকি দিন দিন নানা ধন্দে পা দিচ্ছি। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রণবীর সিংয়ের নগ্ন ফটোকে ফ্রেম করে রাখা হয়েছে। একটা বক্স রাখা হয়েছে। সেখানে সকলে নিজেদের পুরোনো জামা কাপড় ডোনেট করছেন রণবীর সিংকে। ঘটনাটি ইন্দোরের। একটি এনজিও-র তরফ থেকে করা হচ্ছে এই কাজ। সেখানে রণবীর সিংকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, 'সমাজের মানসিক জঞ্জাল।" এই ভিডিও শেয়ার হতেই সোশ্যাল মাধ্যমেই অনেকে ক্ষোভ প্রকাশও করেছেন। তবে রণবীর কিন্তু প্রথম নন যিনি নগ্ন ফটোশ্যুট করেছেন। মিলিন্দ সোমন থেকে শক্তি কাপুর অনেক আগেই এই পথে হেঁটেছিলেন। যদিও সে সব বিষয় আজও মানুষের চর্চার খোরাক!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video | Ranveer Singh: নগ্ন রণবীর সিংকে 'মানসিক জঞ্জাল' আখ্যা দিয়ে, দান করা হল জামা-কাপড়! ভাইরাল ভিডিওতে সমালোচনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement