Viral Reels: স্ত্রী-র পরণে লাল তাঁতের শাড়ি, স্বামী গলায় গামছা, পিছনে ধান খেত, তুমুল নাচ দম্পতির, রইল ভিডিও

Last Updated:

Viral Reels: স্যোশাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে নাচের ভিডিও ভাইরাল, হরিণঘাটার ঘুগনি বিক্রেতার স্বপ্ন বড় মঞ্চ

+
স্ত্রীর

স্ত্রীর সঙ্গে ভিডিও বানিয়ে ভাইরাল ঘুগনি বিক্রেতা

নদিয়া: স্বপ্ন দেখার অধিকার সকলের রয়েছে। বড় স্বপ্ন না দেখলে কখনই সাফল্যের শিখরে পৌঁছানো যায় না। তবে স্বপ্ন আমরা অনেকে দেখলেও সেই স্বপ্নকে বাস্তবায়িত করার একমাত্র চাবিকাঠি হল কঠোর পরিশ্রম এবং অনুশীলন। আর সেই পরিশ্রম এবং অনুশীলন করতে আপাতত ব্যস্ত হরিণঘাটার ঘুগনি বিক্রেতা সনৎ।
বড় ডান্স ফ্লোরে চান্স পাওয়াই একমাত্র স্বপ্ন ঘুগনি বিক্রেতা সনতের। স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণ করা কঠিন ,কেউ পারে কেউ হাল ছেড়ে দেয়। এমনি এক স্বপ্ন পূরণ করতে নিজের জীবনে বড় চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলেছে, নদিয়ার হরিণঘাটা ব্লকের মাহাতো পাড়ার ২৭ বছরের যুবক সনৎ সরকার। তার স্বপ্ন বড় শিল্পী হয়ে উঠবে সে, একদিন বড় মঞ্চে অনুষ্ঠান করবে।
advertisement
advertisement
ছেলেবেলা থেকেই দারিদ্র্য সঙ্গী করে বড় হয়েছে, কোনওরকমে উচ্চমাধ্যমিক পাশ করেছে। টালির চালা, টিনের বেড়া তার মধ্যে বসবাস, পরিবারের সদস্য বলতে বাবা, মা, স্ত্রী ও এক সন্তান। তাঁদের মুখে দু- মুঠো অন্ন তুলে দিতে পাড়ায় পাড়ায় ঘুগনি বিক্রি করে কোনরকম দিন কাটায় সনৎ। তার ফাঁকে বাড়িতে নাচের অনুশীলন করে।
advertisement
তার স্বপ্ন অনেক বড়ো শিল্পী হওয়ার, স্বামী- স্ত্রী দুজনেই বাড়িতে নাচ প্র্যাকটিশ করে। আর সেই নাচের ভিডিও স্যোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সেই সুবাদেই এলাকায় ছোট-বড় প্রোগ্রামে ডাক পায় কিন্তু তার স্বপ্ন একদিন বড় শিল্পী হয়ে উঠার। প্রতিষ্ঠিত বহু শিল্পী অনেক কষ্ট করে বড়ো হয়েছে, এখন দেখার হরিনঘাটার ঘুগনি বিক্রি করা সনৎ আদৌ কি পূরণ করতে পারবে তার এবং পরিবারের স্বপ্ন, তা সময়ই বলবে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Reels: স্ত্রী-র পরণে লাল তাঁতের শাড়ি, স্বামী গলায় গামছা, পিছনে ধান খেত, তুমুল নাচ দম্পতির, রইল ভিডিও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement