Weather Update: সামনেই বেড়াতে যাচ্ছেন ‘এই’ জেলায়, কুয়াশার চাদর মুড়ে জমিয়ে ঠান্ডা উপভোগ করুন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Weather Update: সপ্তাহ জুড়ে উষ্ণতার পারদ নিম্নমুখী থাকার কারণে কুয়াশাচ্ছন্ন থাকছে কোচবিহার রাজবাড়ি সহ জেলার একাধিক পর্যটনস্থল গুলি। এই পরিবেশ আকর্ষণ করছে জেলার বাইরের বহু পর্যটকদের।
ঘন সাদা কুয়াশার চাদরে মুড়ে রয়েছে শহর কোচবিহার। সকালের এই কুয়াশার পরিবেশের আনন্দ উপভোগ করতে রাস্তায় বেরিয়েছেন বহু মানুষ। প্রায় সকলেই কুয়াশার মধ্যে সেরে নিচ্ছেন মর্নিং ওয়াক।
advertisement
নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেও বাড়তে নারাজ উষ্ণতার পারদ। পারদ হয়ে রয়েছে নিম্নমুখী। সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ২৬° সেলসিয়াস। এবং সর্বনিম্ন থাকতে চলছে ১১° সেলসিয়াস।
advertisement
সদর শহরের প্রাণকেন্দ্র সাগরদিঘি। এই সাগরদিঘি চত্বরের চারিপাশে কুয়াশায় মাঝেই মর্নিং ওয়াক এবং সকালের শরীরচর্চা সারছেন বহু মানুষ। অনেকে আবার চায়ের আড্ডায় মেতে উঠেছেন।
advertisement
ঘন কুয়াশা থাকার কারণে যান চালকদের সমস্যায় পড়তে হচ্ছে। সকালের সমস্ত বাসের সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। তাই বাস স্ট্যান্ডে বহু মানুষকে দেখা গেল বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে।
advertisement
কুয়াশা ঢাকা পরিবেশে চায়ের দোকানের গরম চায়ে চুমুক দিয়ে আড্ডায় মেতে উঠেছেন বহু মানুষ। ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিয়ে শীতের আমেজ অনুভব করার মজাটাই যেন একেবারে আলাদা।
advertisement
সকালের স্কুল গুলির মধ্যে পড়ুয়াদের ভিড় রয়েছে। শীতের পোশাক পড়ে স্কুলে হাজির হয়েছে স্কুলের বহু পড়ুয়ারা। সব মিলিয়ে শীতের আমেজে স্কুলে আসার বিষয় দারুণ উপভোগ করছে পড়ুয়ারা।
advertisement