Viral News: চাই সবার চেয়ে ছিপছিপে কোমর, পাঁজর কেটে বাদ দিলেন না কি এই প্লেবয়-মডেল?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Viral News, Playboy Model Surgery: লুয়ানা স্যান্ডিয়েন এই ভয়ানক সার্জারি করিয়েছেন শুধুমাত্র Instagram-এ সবথেকে সরু কোমর দেখানোর জন্য।
#কলকাতা: মানুষ তার চেহারা নিয়ে কোনও সময়ই সন্তুষ্ট হতে পারে না। এই খুঁতখুঁতুনি আরও বেড়ে যায় যখন সেটা একটা নেশার আকার নেয়, যে অন্যের থেকে আমাকে আরও সুন্দর হতেই হবে (Viral News)! এমনই সুন্দর দেখানোর এক আজব নেশা চেপে বসেছে ব্রাজিলিয়ান মডেল লুয়ানা স্যান্ডিয়েনের (Luana Sandien) ওপর।
লুয়ানা স্যান্ডিয়েন হলেন একজন জনপ্রিয় প্লেবয় (Playboy) মডেল। এই জনপ্রিয় প্লেবয় মডেল নিজেকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য সাহায্য নিয়েছেন ভয়ানক একটি সার্জারির। লুয়ানা স্যান্ডিয়েন তাঁর কোমর সবথেকে সরু করার জন্য ঝুঁকিতে পূর্ণ সার্জারি করানোর আগে একটুও দ্বিধাবোধ করেননি। Instagram-এ সবথেকে সরু কোমর দেখানোর জন্য তিনি এই সার্জারি করান। লুয়ানা স্যান্ডিয়েন জানিয়েছেন যে, তিনি সব সময় চাইতেন বার্বি ডলের মতো সুন্দর সরু কোমর পেতে, এর জন্যই তিনি ভয়ানক সার্জারি করার মতো একটি রিস্ক নিতেও পিছ-পা হননি।
advertisement
advertisement
জনপ্রিয় প্লেবয় মডেল ব্রাজিলের লুয়ানা স্যান্ডিয়েন তাঁর কোমর সরু করার জন্য কলম্বিয়া থেকে ওয়েস্টলাইন সার্জারি করিয়েছেন। লুয়ানা স্যান্ডিয়েন এই ভয়ানক সার্জারি করিয়েছেন শুধুমাত্র Instagram-এ সবথেকে সরু কোমর দেখানোর জন্য। লুয়ানা স্যান্ডিয়েন নিজেকে Instagram-এর সবথেকে সরু কোমরের মডেল হিসাবে দেখতে চান।
advertisement
ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী লুয়ানা স্যান্ডিয়েন সব সময় চাইতেন বার্বি ডলের মতো সুন্দর সরু কোমর পেতে। এর জন্য তিনি যে কোনও রিস্ক নিতে তৈরি ছিলেন। লুয়ানা স্যান্ডিয়েন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর ফলোয়ার্সদের জানিয়েছেন যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সার্জারির ধকল কাটিয়ে।
advertisement
জনপ্রিয় প্লেবয় মডেল ব্রাজিলের লুয়ানা স্যান্ডিয়েন জানিয়েছেন যে, তিনি কোনও রকম রিব রিডাকশন কিন্তু করাননি। তিনি শুধু নিজের হিপের থেকে চর্বি বাদ দিয়েছেন। সার্জারির পরে তিনি খুব খুশি হয়েছে তার ফলাফল দেখে।
জনপ্রিয় প্লেবয় মডেল ব্রাজিলের লুয়ানা স্যান্ডিয়েন জানিয়েছেন যে, এখন তাঁর ফলোয়ার্সরা তাঁকে দেখলে খুবই অবাক হবে। তিনি জানিয়েছে যে, এই সার্জারির সময়ে তাঁকে যে পরিমাণ ব্যথা সহ্য করতে হয়েছে, সেটা তাঁর ছোটবেলার স্বপ্নের সামনে কিছুই নয়!
advertisement
অবশ্য এহেন দুঃসাহসিক কাজ সম্প্রতি করলেও লুয়ানা স্যান্ডিয়েন এর আগে অনেকবার জানিয়েছেন যে, তিনি নিজেকে নিয়ে অত্যন্ত সচেতন ও সজাগ। তিনি জানিয়েছেন যে, তিনি নিজের সঙ্গেই ডেট করতে চান এবং নিজেকে নিয়েই তিনি অত্যন্ত খুশি।
ঝুঁকিতে পূর্ণ এই সার্জারির খবরে দুনিয়া তোলপাড় হলেও লুয়ানা স্যান্ডিয়েন এর আগে অন্য একটি কারণেও জনপ্রিয় হয়েছিল। তিনি ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) কান্নায় ভেজা রুমালের নিলামের দাম প্রায় কোটি টাকা লাগিয়েছিলেন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2021 1:07 PM IST