'লাইগার'-এর পর আট মাস রিহ্যাবে! অসুস্থতার কথা প্রকাশ্যে আনলেন বিজয়

Last Updated:

'লাইগার'-এর শ্যুট চলাকালীন গুরুতর আহত হয়েছিলেন বিজয়। বলিউডে হাতেখড়িতেই পর্দায় এমএমএ ফাইটার হিসেবে ধরা দিয়েছিেলন দক্ষিণের প্রথম সারির অভিনেতা।

আট মাসের অসুস্থতা কাটিয়ে ফের চনমনে বিজয় দেবেরাকোন্ডা। অনুরাগীদের সে কথা নিজেই জানিয়েছেন অভিনেতা।
'লাইগার'-এর শ্যুট চলাকালীন গুরুতর আহত হয়েছিলেন বিজয়। বলিউডে হাতেখড়িতেই পর্দায় এমএমএ ফাইটার হিসেবে ধরা দিয়েছিেলন দক্ষিণের প্রথম সারির অভিনেতা। ছবিতে নিজেকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কড়া প্রশিক্ষণও নিয়েছিলেন। আর তখনই কাঁধে চোট পেয়েছিলেন পর্দার অর্জুন রেড্ডি।
শারীরিক অসুস্থতা অতীত। পুরনো ছন্দে ফিরে খুশি বিজয়। । ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'আট মাস রিহ্যাবের পর আমার পিঠ প্রায় সেরে উঠেছে। আমার ভিতরের জন্তুটা বাইরে বেরিয়ে আসতে চাইছে। দীর্ঘ দিন ধরে সে খাঁচায় বন্দি ছিল।'
advertisement
advertisement
বেশ অল্প সময়েই দক্ষিণে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছিলেন বিজয়। তরুণ অভিনেতার ঝুলিতে রয়েছে একাধিক সফল ছবি। বলিউডের তাঁর অভিষেক নিয়ে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু ভাবনার সঙ্গে বাস্তব মিল না। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল 'লাইগার'। বিজয়ও আলাদা করে দর্শকের মন জয়ে ব্যর্থ।
advertisement
তবে ব্যর্থতার বিষাদ মলিন হয়েছে কাজের ব্যস্ততায়। শীঘ্রই মুক্তি পাবে বিজয়ের 'কুশি'। এই রোম্যান্টিক কমেডিতে সামান্থা প্রভুর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
'লাইগার'-এর পর আট মাস রিহ্যাবে! অসুস্থতার কথা প্রকাশ্যে আনলেন বিজয়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement