পুজোর আগেই নম্বর বাড়ল জগদ্ধাত্রীর, মিঠাইয়ের মৃত্যুর গুঞ্জনেও লাভ হল না, সেরা কে

Last Updated:

মিঠাই' ধারাবাহিক নিয়ে গুঞ্জন, মিঠাইয়ের চরিত্রকে নাকি মেরে ফেলা হবে ধারাবাহিকে। সেই নিয়ে সৌমিতৃষা কুন্ডুর ভক্তরা হইচই ফেলে দিয়েছেন নেটপাড়ায়। তবে তাতেও চিঁড়ে ভিজল না।

#কলকাতা: কালীপুজো, ভাইফোঁটার মরশুমে টিআরপি লড়াইয়ের নম্বর এল সময়ের পরে। গত সপ্তাহের তুলনায় বেশ অদলবদল হয়েছে এই সপ্তাহের নম্বরখেলায়। বহু দিন বাদে ফের TRP তালিকায় মুখ দেখাল লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক 'এক্কা দোক্কা'। উঠে এল 'সাহেবের চিঠি' এবং 'নবাব নন্দিনী'ও। তবে নম্বর বাড়িয়ে তালিকার উপরে উঠে এসেছে 'জগদ্ধাত্রী'। জগদ্ধাত্রী পুজোর মরশুমে এই ধারাবাহিক একেবারে তৃতীয় স্থানে। গত সপ্তাহে ৭.২ থেকে এবারে ৭.৫।
তবে হ্যাট্রিক করার পর আর সিংহাসন ধরে রাখতে পারল না 'গৌরী এল'। নম্বর কমিয়ে প্রথম থেকে দ্বিতীয় স্থান অধিকার করল এই মেগা।
advertisement
অন্য দিকে আবারও এককালীন বাংলা সেরা এ সপ্তাহের 'বেঙ্গল টপার'-এর খেতাব জয় করল। গত সপ্তাহে যেই ধারাবাহিকের নম্বর ছিল ৭.৬, এবারে তা এক লাফে ৮.৩-তে। একমাত্র মেগা যার নম্বর এবার ৮-এর উপরে। বাংলা সেরা 'ধুলোকণা'। ফুলঝুরিকে চিনতে পেরেছে লালন। গানই ওদের আবার মিলিয়ে দিয়েছে।
advertisement
এদিকে মিঠাই' ধারাবাহিক নিয়ে গুঞ্জন, মিঠাইয়ের চরিত্রকে নাকি মেরে ফেলা হবে ধারাবাহিকে। সেই নিয়ে সৌমিতৃষা কুন্ডুর ভক্তরা হইচই ফেলে দিয়েছেন নেটপাড়ায়। তবে তাতেও চিঁড়ে ভিজল না। নম্বর বরং আরওই কমে গেল এ সপ্তাহে। গত সপ্তাহের মতো অষ্টম স্থানেই জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
advertisement
টিআরপি তালিকায় বাকি মেগা কোথায়? দেখে নেওয়া যাক তালিকা---
প্রথম স্থানধুলোকণা
দ্বিতীয় স্থানগৌরী এল, অনুরাগের ছোঁয়া
তৃতীয় স্থানজগদ্ধাত্রী
চতুর্থ স্থানআলতা ফড়িং
পঞ্চম স্থানগাঁটছড়া
ষষ্ঠ স্থানমাধবীলতা
সপ্তম স্থানসাহেবের চিঠি
অষ্টম স্থানমিঠাই
নবম স্থানএক্কা দোক্কা
দশম স্থাননবাব নন্দিনী
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পুজোর আগেই নম্বর বাড়ল জগদ্ধাত্রীর, মিঠাইয়ের মৃত্যুর গুঞ্জনেও লাভ হল না, সেরা কে
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement