সেরা দশে নতুনদের রাজত্ব, মিঠাই কি তবে আউট! মেগার লড়াইয়ে সেরা কে?

Last Updated:

bengali serial trp list: তিন এবং চার নম্বর স্থনে ঘোরাফেরা করছে 'গাঁটছড়া', 'ধুলোকণা'। বাংলা সেরা থেকে ধীরে ধীরে তালিকার নীচের দিকে দেখা মিলছে এই দুই ধারাবাহিকের। 

#কলকাতা: ৫৬ বারের বেঙ্গল টপার। এখন সেই 'মিঠাই' কোনও রকমে টিকে রয়েছে সেরা দশে। এই প্রথম সপ্তম স্থানে নামল সিড-মিঠাইয়ের গল্প। আর অন্য দিকে তাদের ভক্তরা এবার আনন্দ খুঁজে পাচ্ছে নতুন ধারাবাহিকগুলিতে। এই সপ্তাহে 'জগদ্ধাত্রী', 'সাহেবের চিঠি', 'মাধবীলতা', 'নবাব নন্দিনী'রা সেরা দশে জ্বলজ্বল করছে।
স্বয়ম্ভূ আর জগদ্ধাত্রীর জুটি, রোমাঞ্চকর গল্প নিয়ে শুরু থেকেই মাতামাতি দর্শকদের মধ্যে। পর পর দুই সপ্তাহে তাই দ্বিতীয় স্থান দখল করে রেখেছে জি বাংলার এই মেগা।
advertisement
তবে তিন এবং চার নম্বর স্থনে ঘোরাফেরা করছে 'গাঁটছড়া', 'ধুলোকণা'। বাংলা সেরা থেকে ধীরে ধীরে তালিকার নীচের দিকে দেখা মিলছে এই দুই ধারাবাহিকের।
advertisement
তবে দ্বিতীয় সপ্তাহেও সিংহাসন ধরে রেখেছে 'গৌরী এল'। স্বর্ণেন্দু সমাদ্দার প্রযোজিত এই সিরিয়ালের প্রতি দর্শকদের আগ্রহ ধীরে ধীরে বেড়েছে। ঈশান-গৌরী-শৈল মায়ের সম্পর্কের টানাপড়েন এবং ঈশ্বরকথা মন টেনেছে মানুষের।
এক ঝলকে দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা---
advertisement
প্রথম স্থানগৌরী এল
দ্বিতীয় স্থানজগদ্ধাত্রী
তৃতীয় স্থানধুলোকণা
চতুর্থ স্থানগাঁটছড়া
পঞ্চম স্থানখেলনা বাড়ি
ষষ্ঠ স্থানআলতা ফড়িং
সপ্তম স্থানমিঠাই, সাহেবের চিঠি, মাধবীলতা
অষ্টম স্থানঅনুরাগের ছোঁয়া
নবম স্থাননবাব নন্দিনী
দশম স্থানলক্ষ্মাী কাকিমা সুপারস্টার
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সেরা দশে নতুনদের রাজত্ব, মিঠাই কি তবে আউট! মেগার লড়াইয়ে সেরা কে?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement