ঋদ্ধি-খড়ির এক বিছানায় রাত্রিযাপন, না কি লালন-ফুলঝুরি মিলন-বিচ্ছেদ, সেরা কে?
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
'মিঠাই'-এর যুগের অবসানের ইঙ্গিত মিলছে প্রতি সপ্তাহে। গত বারের মতো এ বারও ষষ্ঠ স্থানে রয়েছে মোদক পরিবার।
#কলকাতা: বাজিমাত স্টার জলসার। প্রথম এবং দ্বিতীয় স্থানে জাঁকিয়ে বসেছে এই চ্যানেলেরই দু'টি ধারাবাহিক। ঋদ্ধি-খড়ির কাছাকাছি আসা, এক বিছানায় রাত কাটানো, অন্য দিকে রাহুলকে ধরে ফেলা, খলনায়ক 'ডি'-এর প্রবেশ, সব মিলিয়ে জমজমাট 'গাঁটছড়া'।
অন্য দিকে লালন এবং ফুলঝুরির মিলনের আশায় বসে রয়েছে দর্শক। কবে তারা একে অপরকে আবার চিনতে পারবে, কবে এই বৈরাগ্য কাটবে তাদের, এ সব মিলিয়ে 'ধুলোকণা' নিয়েও উৎসাহের শেষ নেই।
advertisement
প্রথম স্থানে 'গাঁটছড়া'। গত সপ্তাহে তিন নম্বর স্থান দখল করেছিল এই মেগা। দ্বিতীয়তে 'ধুলোকণা'। গত সপ্তাহে যা বাংলা সেরা হয়েছিল।
advertisement
তবে 'মিঠাই'-এর যুগের অবসানের ইঙ্গিত মিলছে প্রতি সপ্তাহে। গত বারের মতো এ বারও ষষ্ঠ স্থানে রয়েছে মোদক পরিবার। মিঠাই ও সিদ্ধার্থের প্রেমকাহিনির নম্বর কমে হয়েছে ৬.৭। গত সপ্তাহে যা ছিল ৭.০।
advertisement
'জগদ্ধাত্রী'র নম্বর কমলেও এ পঞ্চম স্থান থেকে সরেনি। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মন জয় করেছে ক্রাইম ব্রাঞ্চ অফিসার জগদ্ধাত্রী। খুব তাড়াতাড়ি সেরা দশে নাম লিখিয়েছে।
দেখে নেওয়া যাক, এ সপ্তাহের টিআরপি TRP তালিকা। কোথায় রয়েছে কোন মেগা-
প্রথম স্থান | গাঁটছড়া |
দ্বিতীয় স্থান | ধুলোকণা |
তৃতীয় স্থান | গৌরী এলো |
চতুর্থ স্থান | আলতা ফড়িং |
পঞ্চম স্থান | জগদ্ধাত্রী |
ষষ্ঠ স্থান | মিঠাই, লক্ষ্মী কাকিমা সুপারস্টার |
সপ্তম স্থান | মাধবীলতা |
অষ্টম স্থান | খেলনা বাড়ি |
নবম স্থান | অনুরাগের ছোঁয়া |
দশম স্থান | সাহেবের চিঠি |
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2022 1:51 PM IST