ঋদ্ধি-খড়ির এক বিছানায় রাত্রিযাপন, না কি লালন-ফুলঝুরি মিলন-বিচ্ছেদ, সেরা কে?

Last Updated:

'মিঠাই'-এর যুগের অবসানের ইঙ্গিত মিলছে প্রতি সপ্তাহে। গত বারের মতো এ বারও ষষ্ঠ স্থানে রয়েছে মোদক পরিবার।

#কলকাতা: বাজিমাত স্টার জলসার। প্রথম এবং দ্বিতীয় স্থানে জাঁকিয়ে বসেছে এই চ্যানেলেরই দু'টি ধারাবাহিক। ঋদ্ধি-খড়ির কাছাকাছি আসা, এক বিছানায় রাত কাটানো, অন্য দিকে রাহুলকে ধরে ফেলা, খলনায়ক 'ডি'-এর প্রবেশ, সব মিলিয়ে জমজমাট  'গাঁটছড়া'।
অন্য দিকে লালন এবং ফুলঝুরির মিলনের আশায় বসে রয়েছে দর্শক। কবে তারা একে অপরকে আবার চিনতে পারবে, কবে এই বৈরাগ্য কাটবে তাদের, এ সব মিলিয়ে 'ধুলোকণা' নিয়েও উৎসাহের শেষ নেই।
advertisement
প্রথম স্থানে 'গাঁটছড়া'। গত সপ্তাহে তিন নম্বর স্থান দখল করেছিল এই মেগা। দ্বিতীয়তে 'ধুলোকণা'। গত সপ্তাহে যা বাংলা সেরা হয়েছিল।
advertisement
তবে 'মিঠাই'-এর যুগের অবসানের ইঙ্গিত মিলছে প্রতি সপ্তাহে। গত বারের মতো এ বারও ষষ্ঠ স্থানে রয়েছে মোদক পরিবার। মিঠাই ও সিদ্ধার্থের প্রেমকাহিনির নম্বর কমে হয়েছে ৬.৭। গত সপ্তাহে যা ছিল ৭.০।
advertisement
'জগদ্ধাত্রী'র নম্বর কমলেও এ পঞ্চম স্থান থেকে সরেনি। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মন জয় করেছে ক্রাইম ব্রাঞ্চ অফিসার জগদ্ধাত্রী। খুব তাড়াতাড়ি সেরা দশে নাম লিখিয়েছে।
দেখে নেওয়া যাক, এ সপ্তাহের টিআরপি TRP তালিকা। কোথায় রয়েছে কোন মেগা-
প্রথম স্থানগাঁটছড়া
দ্বিতীয় স্থানধুলোকণা
তৃতীয় স্থানগৌরী এলো
চতুর্থ স্থানআলতা ফড়িং
পঞ্চম স্থানজগদ্ধাত্রী
ষষ্ঠ স্থান মিঠাই, লক্ষ্মী কাকিমা সুপারস্টার
সপ্তম স্থানমাধবীলতা
অষ্টম স্থানখেলনা বাড়ি
নবম স্থানঅনুরাগের ছোঁয়া
দশম স্থানসাহেবের চিঠি
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঋদ্ধি-খড়ির এক বিছানায় রাত্রিযাপন, না কি লালন-ফুলঝুরি মিলন-বিচ্ছেদ, সেরা কে?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement