নতুন এসেই টক্কর 'মিঠাই'কে, 'জগদ্ধাত্রী'ই প্রথম? সেরা দশেই নেই যিশুর 'পাইস হোটেল'
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
'মিঠাই' থেকে আবার নজর সরছে ভক্তদের। একটানা প্রথম হয়ে থাকা মোদক পরিবার এ বার শেষ হয়ে যাবে না তো? সে রকমই গুঞ্জন রটেছে।
#কলকাতা: সপ্তাহখানেক হয়ে গেল, তাও সেরা দশে দেখা নেই 'হরগৌরী পাইস হোটেল'-এর। যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের প্রচারের পরেও দর্শকের মনে এখনও জায়গা করে উঠতে পারেনি ভাতের হোটেলের গল্প।
এ দিকে কয়েক সপ্তাহের মধ্যেই পঞ্চম স্থান উঠে এসেছে 'জগদ্ধাত্রী'। প্রতি সপ্তাহেই একটু একটু করে তালিকার উপরের দিকে উঠছে এই ধারাবাহিক। তবে কি পরবর্তী কালে 'মিঠাই'-এর মতোই সেরার সিংহাসন ছেড়ে উঠতে চাইবে না? এখনই বলা মুশকিল।
advertisement
advertisement
'মিঠাই' থেকে আবার নজর সরেছে ভক্তদের। একটানা প্রথম হয়ে থাকা মোদক পরিবারের গল্প এ বার শেষের পথে? সে রকমই গুঞ্জন রটেছে। ষষ্ঠ স্থানে রয়েছে এ সপ্তাহে।
কিন্তু এ সপ্তাহে হারানো সিংহাসন ফিরে পেল লালন-ফুলঝুরি! প্রথম স্থানে এ বার 'ধুলোকণা'। লালন মরেনি, বেঁচে আছে। কিন্তু সে কথা তো ফুলঝুরি জানে না। কবে জানবে সে? কবে আবার জড়িয়ে ধরবে তারা একে অপরকে? এ সব উত্তরের জন্য অপেক্ষায় দর্শক। আর তাতেই কি সেরা হল এই মেগা?
advertisement
দেখে নেওা যাক টিআরপি TRP তালিকা,
প্রথম স্থান | ধুলোকণা |
দ্বিতীয় স্থান | আলতা ফড়িং |
তৃতীয় স্থান | গাঁটছড়া, গৌরী এলো |
চতুর্থ স্থান | লক্ষ্মী কাকিমা সুপারস্টার |
পঞ্চম স্থান | জগদ্ধাত্রী |
ষষ্ঠ স্থান | মিঠাই |
সপ্তম স্থান | সাহেবের চিঠি |
অষ্টম স্থান | খেলনা বাড়ি |
নবম স্থান | অনুরাগের ছোঁয়া |
দশম স্থান | মাধবীলতা |
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2022 1:14 PM IST