নতুন এসেই টক্কর 'মিঠাই'কে, 'জগদ্ধাত্রী'ই প্রথম? সেরা দশেই নেই যিশুর 'পাইস হোটেল'

Last Updated:

'মিঠাই' থেকে আবার নজর সরছে ভক্তদের। একটানা প্রথম হয়ে থাকা মোদক পরিবার এ বার শেষ হয়ে যাবে না তো? সে রকমই গুঞ্জন রটেছে।

#কলকাতা: সপ্তাহখানেক হয়ে গেল, তাও সেরা দশে দেখা নেই 'হরগৌরী পাইস হোটেল'-এর। যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের প্রচারের পরেও দর্শকের মনে এখনও জায়গা করে উঠতে পারেনি ভাতের হোটেলের গল্প।
এ দিকে কয়েক সপ্তাহের মধ্যেই  পঞ্চম স্থান উঠে এসেছে 'জগদ্ধাত্রী'। প্রতি সপ্তাহেই একটু একটু করে তালিকার উপরের দিকে উঠছে এই ধারাবাহিক। তবে কি পরবর্তী কালে 'মিঠাই'-এর মতোই সেরার সিংহাসন ছেড়ে উঠতে চাইবে না? এখনই বলা মুশকিল।
advertisement
advertisement
'মিঠাই' থেকে আবার নজর সরেছে ভক্তদের। একটানা প্রথম হয়ে থাকা মোদক পরিবারের গল্প এ বার শেষের পথে? সে রকমই গুঞ্জন রটেছে। ষষ্ঠ স্থানে রয়েছে এ সপ্তাহে।
কিন্তু এ সপ্তাহে হারানো সিংহাসন ফিরে পেল লালন-ফুলঝুরি! প্রথম স্থানে এ বার 'ধুলোকণা'। লালন মরেনি, বেঁচে আছে। কিন্তু সে কথা তো ফুলঝুরি জানে না। কবে জানবে সে? কবে আবার জড়িয়ে ধরবে তারা একে অপরকে? এ সব উত্তরের জন্য অপেক্ষায় দর্শক। আর তাতেই কি সেরা হল এই মেগা?
advertisement
দেখে নেওা যাক টিআরপি TRP তালিকা,
প্রথম স্থানধুলোকণা
দ্বিতীয় স্থানআলতা ফড়িং
তৃতীয় স্থানগাঁটছড়া, গৌরী এলো
চতুর্থ স্থানলক্ষ্মী কাকিমা সুপারস্টার
পঞ্চম স্থানজগদ্ধাত্রী
ষষ্ঠ স্থানমিঠাই
সপ্তম স্থানসাহেবের চিঠি
অষ্টম স্থানখেলনা বাড়ি
নবম স্থানঅনুরাগের ছোঁয়া
দশম স্থানমাধবীলতা
বাংলা খবর/ খবর/বিনোদন/
নতুন এসেই টক্কর 'মিঠাই'কে, 'জগদ্ধাত্রী'ই প্রথম? সেরা দশেই নেই যিশুর 'পাইস হোটেল'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement