দুর্গাপুজোর সপ্তাহে 'গৌরি এল'-এর জয়জয়কার! TRP-তে 'মিঠাই' সেই অন্ধকারেই

Last Updated:

Bengali Serial TRP: 'মিঠাই'-এর যুগের অবসানের ইঙ্গিত মিলছে প্রতি সপ্তাহে। এখনও পঞ্চম স্থানে রয়েছে মোদক পরিবার

#কলকাতা: বাজিমাত জি বাংলার। প্রথম এবং দ্বিতীয় স্থানে জাঁকিয়ে বসেছে এই চ্যানেলেরই দু'টি ধারাবাহিক। দুর্গাপুজোর সপ্তাহ জুড়ে গৌরির জয়জয়কার। টিআরপি তালিকায এইবার প্রথমে রয়েছে 'গৌরি এল'। টিআরপি রেটিং ৮.২। দ্বিতীয় স্থানেও রয়েছে জি-এর অন্য় সিরিয়াল, 'জগদ্ধাত্রী' (৭.৩)।
গত সপ্তাহে প্রথম স্থানে ছিল, 'গাঁটছড়া'। তার আগের সপ্তাহে তিন নম্বর স্থান দখল করেছিল এই মেগা। তবে আবার তিনে চলে গেল এই সিরিয়াল। চতুর্থ স্থানে 'ধুলোকণা', গত সপ্তাহে এর স্থান ছিল দ্বিতীয়।
advertisement
'মিঠাই'-এর যুগের অবসানের ইঙ্গিত মিলছে প্রতি সপ্তাহে। গত বারের ছিল ষষ্ঠে, এখন পঞ্চম স্থানে রয়েছে মোদক পরিবার। মিঠাই ও সিদ্ধার্থের প্রেমকাহিনির নম্বর কমে হয়েছে ৬.৭। গত সপ্তাহে যা ছিল একই।
advertisement
দেখে নেওয়া যাক, এ সপ্তাহের টিআরপি TRP তালিকা। কোথায় রয়েছে কোন মেগা-
প্রথমগৌরি এল৮.২
দ্বিতীয়জগদ্ধাত্রী৭.৩
তৃতীয়গাঁটছড়া৭.২
চতুর্থধুলোকণা৭.১
পঞ্চমমিঠাই৬.৭
ষষ্ঠআলতা ফড়িং৬.৪
সপ্তমসাহেবের চিঠি৬.২
অষ্টমমাধবীলতা৬.১
নবমখেলনা বাড়ি৬.০
দশমনবাব নন্দিনী৫.৪
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দুর্গাপুজোর সপ্তাহে 'গৌরি এল'-এর জয়জয়কার! TRP-তে 'মিঠাই' সেই অন্ধকারেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement