মা হতেই হুহু করে নম্বর কমল মিঠাইয়ের! TRP-তে বড় রদবদল, কে জিতল মেগা-লড়াই

Last Updated:

গৌরী এল ধারাবাহিকও আগের মতো গোল দিতে পারছে না। ৭.৭ থেকে নম্বর কমে এক ধাক্কায় ৬.৯-এ এসে ঠেকেছে। তিন বার বাংলা সেরা হওয়ার পরে চতুর্থ স্থানে এসে পৌঁছেছে।

#কলকাতা: অবসানের ইঙ্গিত? এ সপ্তাহের টিআরপি তালিকায় তেমনই আভাস দিল মোদক পরিবার। একদিকে মিঠাইয়ের সংসারে সুখের খবর, সন্তান কোলে এসেছে সিদ্ধার্থ আর মিঠাইয়ের। অন্য দিকে টিআরপি তালিকায় খারাপ খবর। প্রথম বার মেগার লড়াইয়ে এত নেমে গিয়েছে এককালীন বাংলা সেরা। ৫.৬ নম্বর নিয়ে দশে নেমে গিয়েছে।
এমনকি গৌরী এল ধারাবাহিকও আগের মতো গোল দিতে পারছে না। ৭.৭ থেকে নম্বর কমে এক ধাক্কায় ৬.৯-এ এসে ঠেকেছে। তিন বার বাংলা সেরা হওয়ার পরে চতুর্থ স্থানে এসে পৌঁছেছে। শৈলমার ক্ষমতাহীন হয়ে পড়া এবং গৌরীকে দেবীরূপে নতুন ভাবে আবিষ্কার করার পর থেকেই কি দর্শকদের আগ্রহ কমল?
advertisement
advertisement
কিন্তু লালন ফিরে আসতেই ধুলোকণা নিয়ে আবার মাতামাতি তুঙ্গে। লালন-ফুলঝুরির প্রেমের গল্পে আপ্লুত দর্শকের দৌলতে দ্বিতীয় সপ্তাহেও বাংলা সেরা এই ধারাবাহিক।
টিআরপি তালিকায় বাকিরা কে কোথায়, দেখে নেওয়া যাক এক ঝলকে---
advertisement
প্রথম স্থানধুলোকণা
দ্বিতীয় স্থানঅনুরাগের ছোঁয়া
তৃতীয় স্থানজগদ্ধাত্রী
চতুর্থ স্থানগৌরী এল
পঞ্চম স্থানআলতা ফড়িং
ষষ্ঠ স্থানমাধবীলতা, এক্কা দোক্কা
সপ্তম স্থানগাঁটছড়া
অষ্টম স্থানসাহেবের চিঠি
নবম স্থানলক্ষ্মীকাকিমা সুপারস্টার
দশম স্থানমিঠাই
বাংলা খবর/ খবর/বিনোদন/
মা হতেই হুহু করে নম্বর কমল মিঠাইয়ের! TRP-তে বড় রদবদল, কে জিতল মেগা-লড়াই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement