Vijay Deverakonda: বিজয়ের সঙ্গে নায়িকার নাম নিয়ে 'অশ্লীল' ভিডিও প্রকাশ! ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দেবেরাকোন্ডার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Vijay Deverakonda: কিছুদিন আগে, বিজয় এবং রশ্মিকার সফরের কিছু ছবি হঠাৎই ‘হাই নান্না’ ছবির ইভেন্টে প্রদর্শিত হয়েছিল। একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায়, ছবিগুলি হঠাৎ বড় পর্দায় পপ আপ হয়েছে।
হায়দরাবাদ: আইনের পথে হাঁটলেন তামিল সুপারস্টার। এক ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজয় দেবেরাকোন্ডা। অভিযোগ, সেই ইউটিউবার তাঁর নিজের চ্যানেলে ভুয়ো তথ্য প্রচার করছেন অভিনেতার সম্পর্কে। ‘আপত্তিকর’ ভিডিও পোস্ট করার কয়েকদিনের মধ্যেই পুলিশ অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়। সেই ব্যক্তি যেন তাঁর চ্যানেল থেকে ভিডিওটি মুছে দেন, সেই ব্যবস্থা করেছে। রিপোর্ট অনুসারে, অনন্তপুরের ইউটিউবার তাঁর চ্যানেলে বিজয় দেবেরকোন্ডা এবং একজন নায়িকার সম্পর্কে ভিত্তিহীন গুজব শেয়ার করার পরে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল।
বিজয়ের টিমের কথায়, “কয়েকদিন আগে এই ব্যক্তি বিজয় ও অন্য একজন অভিনেত্রীকে নিয়ে অশ্লীল খবর ছড়ায়। অসম্মানজনক সংবাদ নজরে আসার পর পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ করে। অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে এবং ভিডিও মুছে ফেলার পরে তাঁকে ছেড়ে দেয়।”
advertisement
advertisement
বিজয়ের টিমের মতে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া দরকার আরও। বিজয়ের কাছে এই সমস্ত গুজব নতন নয়, কিন্তু কখনও কখনও লোকেরা সীমা অতিক্রম করে ফেলে। তিনি সেই সমস্ত মানুষের কাছে একটি উদাহরণ স্থাপন করতে চান। বিশেষ করে যখন তৃতীয় ব্যক্তির নামও অন্যায়ভাবে টেনে আনা হয়।
কিছুদিন আগে, বিজয় দেবরেকোন্ডা এবং রশ্মিকা মন্দান্নার সফরের কিছু ছবি হঠাৎই ‘হাই নান্না’ ছবির ইভেন্টে প্রদর্শিত হয়েছিল। একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায়, ছবিগুলি হঠাৎ বড় পর্দায় পপ আপ হয়েছে। এই ঘটনায় সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। সঞ্চালক সুমাকে দেখে মনে হয়েছিল, তিনিও এই ছবিগুলির সম্পর্কে অবগত ছিলেন না। অন্যদিকে ম্রুনাল ঠাকুর ডিসপ্লে দেখে অপ্রস্তুত হয়ে পড়েন। ঘটনার পর রশ্মিকা এবং বিজয়ের কাছে তেলুগু অভিনেতা নানি ক্ষমা চেয়েছিলেন।
advertisement
নানি বলেন, ‘‘যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। কী ঘটছে বুঝতে পারার আগেই ছবিটা নামিয়ে ফেলা হয়। আমরা সবাই ঘনিষ্ঠ বন্ধু। বিজয় ও রশ্মিকা বুঝতে পারে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু, যদি কেউ সত্যিই এতে আঘাত পেয়ে থাকেন, আমি এবং আমাদের টিম এর জন্য ক্ষমাপ্রার্থী।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2023 11:18 AM IST