Eijaz-Pavitra: বিচ্ছেদের পথে হাঁটছেন ‘জওয়ান’-এর অভিনেতা! এখনও ছাদ আলাদা হয়নি যুগলের, তবে...
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Eijaz-Pavitra: যদিও এজাস এবং পবিত্রা এখনও এক ছাদের তলায় থাকেন, তবু দুজনের মধ্যে সম্পর্ক ঠিক নেই। তাঁরা প্রবল চেষ্টা করছেন স্থিতিশীলতা আনতে, কিন্তু এখনও সফল হননি।
মুম্বই: বিয়ের কথা চলছিল। তারই মাঝে হঠাৎ দুঃসংবাদ। পাত্র-পাত্রীই নাকি আর রাজি নন। সূত্রের খবর, এজাস খান এবং পবিত্র পুনিয়া নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। ‘বিগ বস’-এর ঘরে প্রথম আলাপ, তারপর প্রেম। যা গড়িয়েছে রিয়্যালিটি শো-এর বাইরে বেরিয়েও। কিন্তু তারপর কী হল? কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তারকা যুগল?
আরও পড়ুন: এবার AI রুখবে হাতির মৃত্যু, ট্রেন চালকদের কাছে আগেই খবর! গজরাজ-এর অপেক্ষায় উত্তরপূর্ব রেল
সংবাদমাধ্যমের খবর, যদিও এজাস এবং পবিত্রা এখনও এক ছাদের তলায় থাকেন, তবু দুজনের মধ্যে সম্পর্ক ঠিক নেই। তাঁরা প্রবল চেষ্টা করছেন স্থিতিশীলতা আনতে, কিন্তু এখনও সফল হননি। এজাস বা পবিত্রা কেউই এই খবরে শিলমোহর দেননি।
advertisement
advertisement
চলতি বছরের মে মাসে, পবিত্রার সঙ্গে তাঁর বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন ‘জওয়ান’-এর অভিনেতা, ‘‘করব তো বটেই। কিন্তু সময় কই? সারা বিশ্ব থেকে পুরো পরিবারকে জড়ো করা, তাদের এবং নিজেদের জন্য সময় বের করা। আমি চাই খুব বড় না হলেও ভাল ভাবে একটা অনুষ্ঠান হোক। যদিও পবিত্রা বলে, চলো করেই নিই সময় বের করে। কিন্তু আমি চাই আমার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা সেখানে থাকুক। তাই আমরা একটি মাঝামাঝি পথ খুঁজে বের করব। খুব তাড়াতাড়ি।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2023 10:00 AM IST