#মুম্বই: শিফনের শাড়িতে সেজে মোহময়ী রূপে ধরা দিয়েছিলেন বিদ্যা বালন। বলি তারকার শাড়ি-প্রীতি বারবার তাঁর সাজে ধরা দেয়। এবারও অন্যরকম কায়দায় শাড়িটি পরেছিলেন তিনি।
লাল রঙের ফুল ফুল আঁকা শাড়ি। একই কাপড়ের ব্লাউজ দিয়ে সেজেছিলেন নায়িকা। গুনিত মোঙ্গা আর সানি কাপুরের বিয়ের জন্য একেবারে তৈরি, ফিট ছিলেন বিদ্যা। কিন্তু...
View this post on Instagram
একটা হ্যাঁচকায় খানিক্ষণের জন্য নড়ে চড়ে বসলেন পর্দার 'সিল্ক স্মিতা'। শাড়ির আঁচলেই খানিক অপ্রস্তুত মুহূর্তের সম্মুখীন হন তিনি। কিন্তু তিনি তো বিদ্যা বালন৷ ঠিক সামলেও নিয়েছেন নিজেকে। তোয়াক্কা করেননি আর কিছুর। পাপারাৎজিদের ক্যামেরায় সেই ঘটনাটি বন্দি হয়।
আরও পড়ুন: রাত কাটানোই সব নয়, সহজের বাবা-মা একসঙ্গেই আছে, হুডখোলা ভালবাসায় রাহুল-প্রিয়াঙ্কা
আরও পড়ুন: শাঁখাপলা পরে থাইল্যান্ডে হানিমুন, নেটপাড়াজুড়ে রোশনির '২য় বিয়ে'র রিসেপশনের ছবি!
দেখা যায়, হাসিমুখে দরজা দিয়ে ঢুকছেন বিদ্যা। পিছনে তাঁর স্বামী সিদ্ধার্থ রায় কাপুর। উলটো দিক থেকে অন্য এক ব্যক্তি এসে সিদ্ধার্থর সঙ্গে হ্যান্ডশেক করতে যান। সেই সময়েই তাঁর হাতে আটকে যায় অভিনেত্রীর শাড়ির আঁচলটা। হ্যাঁচকা টান লাগে। আর ক্ষণিকের জন্য বেসামাল হয়ে পড়েন বিদ্যা। কিন্তু তার পরেই নিজে ক্যামেরা থেকে অন্য দিকে ফিরে শাড়ি ঠিক করে নেন তিনি।
নেটিজেনরা সেই ভিডিও দেখে বেজায় ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, ওই ব্যক্তি এইবারের জন্য ক্ষমাও চাইলেন না! কারও আবার ধারণা, ওই ব্যক্তি ইচ্ছে করেই বিদ্যার শাড়ির আঁচল ধরে টেনেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Vidya Balan, Wardrobe Malfunction