স্বাধীনতা দিবস উপলক্ষে রুদ্রবীণায় 'এয় ওয়াতন, মেরে ওয়াতন' বাজালেন ভিকি কৌশল ! দেখুন ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
ভিকি খুব ভাল রুদ্রবীণা বাজান। এ কথা জানা থাকলেও কখনও তাঁকে বাজাতে দেখা যায়নি।
#মুম্বই: ৭৪তম স্বাধীনতা দিবস পালনে মেতেছেন সারা দেশের মানুষ। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতার মুখ দেখেছিল ভারতবাসী। এখন সারা দেশ লড়াই করছে করোনার সঙ্গে। এক সঙ্গে ফের একবার লড়াইয়ের মুখোমুখি মানুষ। তবে এই কঠিন পরিস্থিতিতেও ভারতমাতাকে শ্রদ্ধা জানাতে ভুললেন না কেউ। সাধারণ মানুষ থেকে সেলেবরা সকলেই শুভেচ্ছা জানালেন। তবে এবছর স্বাধীনতা দিবস সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েই পালন করছেন বেশিরভাগ মানুষ। কারণ করোনার জন্য সোশ্যাল জমায়েত করা যাবে না। তাই সতর্কতা মেনেই সকলকে চলতে হচ্ছে।
বলিউড স্টার ভিকি কৌশলও কিন্তু ভুললেন না দেশ মাতাকে শ্রদ্ধা জানাতে। বাড়িতেই সাদা পোশাক পরে সেতার বাজালেন তিনি। রুদ্রবীণার সুরে তিনি বাজালেন বিখ্যাত দেশপ্রেমের গান 'এয় ওয়াতন, মেরে ওয়াতন, আবাদ রহে তু'। ভিকি খুব ভাল রুদ্রবীণা বাজান। এ কথা জানা থাকলেও কখনও তাঁকে বাজাতে দেখা যায়নি।
View this post on InstagramAe Watan, Watan mere, abaad rahe Tu! 🇮🇳 . . शुक्रिया @radhikaveenasadhika ji.
advertisement
advertisement
ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করে, গানের লাইনটি লিখে সকলকে শুভেচ্ছা ও দেশমাতাকে শ্রদ্ধা জানালেন তিনি। ভিকির এই ভিডিও দেখা মাত্রই সকলেই প্রশংসা শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2020 9:21 PM IST