কংগ্রেসের প্রার্থী হতে পারেন ঊর্মিলা মাতণ্ডকর
Last Updated:
#মুম্বই: অভিনয় জীবন থেকে মোটামুটি বিদায় নিয়েছেন! পর্দায় তাঁর দেখা খুব একটা মেলে না! তবে, এবার বোধহয় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর । খবর, উত্তর মুম্বইয়ের লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে হয়তো লড়বেন অভিনেত্রী। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল শেট্টির নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। শোনা যাচ্ছে, প্রতিপক্ষ হিসেবে ঊর্মিলাকে ভাবছে কংগ্রেসের ভিতরমহল। তবে শুধু ঊর্মিলাই নন, উত্তর মুম্বইয়ের লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে আশাবরী জোশী ও শিল্পা শিন্ডের নামও! তিনজনের মধ্যে শেষ পর্যন্ত কে প্রার্থী হবেন, তা এখনও চূড়ান্ত করেনি বিজেপি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2019 1:54 PM IST