Urfi Javed’s tube top viral video: চলছিল শ্যুট! নাচতে গিয়ে খুলে গেল উরফি জাভেদের টিউব টপ ! ভাইরাল ভিডিও

Last Updated:

Urfi Javed’s tube top viral video: হুশ নেই উরফির! নেচে চলেছেন ক্যামেরার সামনে! হঠাৎ ঘটে গেল অঘটন ! ভাইরাল ভিডিও

photo source Facebook
photo source Facebook
#মুম্বই:  উরফি জাভেদ (Urfi Javed’s tube top viral video)। বলিউডের এই নায়িকা কখন যে কী করেন তা কে জানে ! কখনও তিনি সামান্য কাপড়ে বক্ষ ঢেকে চলে যান বিমান বন্দরে। আবার কখনও প্রায় কিছুই শরীরে না রেখে শপিং মলে গিয়ে সকলের নজর কেড়ে নেন। নয়তো পৌঁছে যান মুম্বইয়ের স্লাম এরিয়ায়। যেন তেন প্রকারে পাপারাৎজিদের নজরে আসাই তাঁর কাজ। খবরে থাকার কৌশল উরফির নখ-দর্পনে।
বিগবসে একবার অংশ নিয়েছিলেন উরফি(Urfi Javed’s tube top viral video)। যদিও সে বছর বিগ বস তিনি জেতেননি। কিন্তু সেখান থেকে ফিরেই একেবারে ভোল বদলে যায় উরফির। নিজেই নিজের পোশাকের ডিজাইন করেন তিনি। কখনও টিশার্ট কেটে বানিয়ে ফেলেন বিকিনি। আবার কখনও তিনি এমন পোশাক পরে ফেলেন যে গোটা বলিউডে তাঁকে নিয়ে চর্চা হয়। বলিউডের ছোট পর্দাতেই মূলত কাজ করেছেন তিনি। সঙ্গে মডেলিং আছে।
advertisement
advertisement
সম্প্রতি উরফির একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে(Urfi Javed’s tube top viral video)। সেখানে দেখা যাচ্ছে গোল্ডেন কালারের টিউব টপ পরেছেন উর্ফি। কালো একেবারে ফিনফিনে ধোতি স্কার্ট পরেছেন। যাতে তাঁর অর্ন্তবাস পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এভাবেই চলছিল ফটোশ্যুট। তার মাঝেই নাচতে থাকেন উরফি। আর নাচতে গিয়েই ঘটে যায় বিপদ। উরফির টিউব টপ খুলে পড়ে যেতে থাকে। প্রথমে একবার সামলে নেন উরফি। ফের আবার নাচতে শুরু করেন উরফি। এবার একেবারেই খুলে যায় তাঁর টপ। যদিও দু'হাতে ধরে সামলে নেন তিনি। এই ভিডিও সামনে আসতেই তুমুল ভাইরাল হয়।
advertisement
View this post on Instagram

A post shared by @urfi_javed_1

advertisement
কিছু দিন আগেই তিনি ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানে রাস্তার মাঝে নেচে ভাইরাল(Urfi Javed’s tube top viral video) হয়েছিলেন। এবার ফের ভাইরাল তাঁর এই কাণ্ড। নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেছেন উরফি। যা এখন হুহুকরে ভাইরাল। আজকাল উরফি যা করেন সেখানেই ভিড় জমে যায় পাপারাৎজিদের। আর তাঁর সব ভিডিও ভাইরাল  হয়। উরফি জাভেদ এখন বলিউডের নতুন সেনশেসন!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed’s tube top viral video: চলছিল শ্যুট! নাচতে গিয়ে খুলে গেল উরফি জাভেদের টিউব টপ ! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement