হোম /খবর /বিনোদন /
পোশাক কই! শরীর ঢাকতে এ কী কাণ্ড ঘটালেন উরফি, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

Urfi Javed: পোশাক কই! শরীর ঢাকতে এ কী কাণ্ড ঘটালেন উরফি, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

পোশাক কই! শরীর ঢাকতে এ কী কাণ্ড ঘটালেন উরফি, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

পোশাক কই! শরীর ঢাকতে এ কী কাণ্ড ঘটালেন উরফি, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

Urfi Javed: চুল দিয়ে অভিনব কায়দায় শরীর ঢেকে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়ে দিয়েছেন উরফি জাভেদ৷ ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷

  • Share this:

মুম্বই: ইন্টারনেটে আগুন জ্বালাতে ঠিক কতটা সিদ্ধহস্ত উরফি জাভেদ তা আর বলার অপেক্ষা রাখে না৷ কখনও শরীরে পোশাক রাখছেন তো কখনও আবার পোশাক খুলে ফেলছেন৷ এভাবেই পোশাক নিয়ে কাটাছেড়া করে শিরোনামে উঠে আসেন ফ্যাশনিস্তা৷ এবারও চুল দিয়ে অভিনব কায়দায় শরীর ঢেকে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়ে দিয়েছেন উরফি জাভেদ৷ ভিডিওর ক্যাপশনও বেশ নজরকাড়া৷ যেখানে লেখা রয়েছে,হেরি পটার৷ ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷

উরফির এই ভিডিও নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়৷ ঘড়ি, সেফটিপিন, ফুল, ক্লিপ সবকিছু দিয়েই পোশাক বানিয়ে চমকে দিয়েছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ৷ এবার চুল দিয়ে উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দিয়েছেন উরফি৷ প্রত্যেকদিন নয়া নয়া পোশাকে ভক্তদের পাগল করে দিচ্ছেন ফ্যাশনিস্তা৷ এবার তিনি আরও সাহসী৷ উরফির এই লুক নেটিজেনদের অনেকেই পছন্দ করেন নি । কেউ কেউ আবার তার সৃজনশীলতার জন্য প্রশংসা করছেন৷ একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা৷

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

আরও পড়ুন-লোভে পড়ে টাকা দিয়ে পুরস্কার কিনেছিলেন ঋষি? ফাঁদে পড়েন অমিতাভ? তোলপাড় বলিউড

আরও পড়ুন-জন্মদিনে স্ত্রী অনুষ্কার সম্পর্কে এ কোন গোপন কথা ফাঁস করলেন বিরাট, আদুরে বার্তা ভাইরাল

নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি। বিশেষ করে শিরোনামে থাকতেই খুল্লামখুল্লা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে। উরফি জাভেদের বায়নাক্কা কোনওভাবেই যেন থামার নয়৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ কোনওকিছুই বাদ দিতে চান না তিনি৷ সম্প্রতি, উরফি জাভেদ টিভি শো স্প্লিটসভিলার ১৪ তম সিজনে একজন মিসচিফ মেকার হিসাবে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও খতরো কে খিলাড়ির আসন্ন সিজনের জন্যও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে উরফি অনুষ্ঠানটি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে৷

Published by:Riya Das
First published:

Tags: Urfi javed