Bollywood News| Rishi Amitabh Controvercy: লোভে পড়ে টাকা দিয়ে পুরস্কার কিনেছিলেন ঋষি? ফাঁদে পড়েন অমিতাভ? তোলপাড় বলিউড

Last Updated:
1/5
বলিউডে কাস্টিং কাউচ নিয়ে বিতর্ক চলেই আসছে৷  তেমনই একটি বিতর্কিত অধ্যায় হল বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ বি-টাউনের অনেকেই দাবি করেন, তারকাদের অভিনয় দক্ষতার উপরে নয় বরং অর্থের বিনিময়ে দেওয়া হয় এই পুরস্কার৷ এমনকী বলি অভিনেতা ঋষি কাপুর নিজেও একথা স্বীকার করেছিলেন৷
বলিউডে কাস্টিং কাউচ নিয়ে বিতর্ক চলেই আসছে৷ তেমনই একটি বিতর্কিত অধ্যায় হল বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ বি-টাউনের অনেকেই দাবি করেন, তারকাদের অভিনয় দক্ষতার উপরে নয় বরং অর্থের বিনিময়ে দেওয়া হয় এই পুরস্কার৷ এমনকী বলি অভিনেতা ঋষি কাপুর নিজেও একথা স্বীকার করেছিলেন৷
advertisement
2/5
বলিউডে কাস্টিং কাউচ নিয়ে বিতর্ক চলেই আসছে৷  তেমনই একটি বিতর্কিত অধ্যায় হল বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ বি-টাউনের অনেকেই দাবি করেন, তারকাদের অভিনয় দক্ষতার উপরে নয় বরং অর্থের বিনিময়ে দেওয়া হয় এই পুরস্কার৷ এমনকী বলি অভিনেতা ঋষি কাপুর নিজেও একথা স্বীকার করেছিলেন৷
বলিউডে কাস্টিং কাউচ নিয়ে বিতর্ক চলেই আসছে৷ তেমনই একটি বিতর্কিত অধ্যায় হল বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ বি-টাউনের অনেকেই দাবি করেন, তারকাদের অভিনয় দক্ষতার উপরে নয় বরং অর্থের বিনিময়ে দেওয়া হয় এই পুরস্কার৷ এমনকী বলি অভিনেতা ঋষি কাপুর নিজেও একথা স্বীকার করেছিলেন৷
advertisement
3/5
১৯৭৩ সালে রাজ কাপুর পরিচালিত 'ববি' সিনেমাটি সিনেমাহলে মুক্তি পায়৷ ছবিতে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে অভিনয় করেন ঋষি কাপুর৷ এই সিনেমার পরই রাতারাতি জনপ্রিয়তা পান ঋষি কাপুর৷ তখনই ঋষিকে একজন প্রশ্ন করেন, তিনি টাকা দিয়ে কোনও পুরস্কার কিনতে চান কি না৷
১৯৭৩ সালে রাজ কাপুর পরিচালিত 'ববি' সিনেমাটি সিনেমাহলে মুক্তি পায়৷ ছবিতে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে অভিনয় করেন ঋষি কাপুর৷ এই সিনেমার পরই রাতারাতি জনপ্রিয়তা পান ঋষি কাপুর৷ তখনই ঋষিকে একজন প্রশ্ন করেন, তিনি টাকা দিয়ে কোনও পুরস্কার কিনতে চান কি না৷
advertisement
4/5
ঋষি কাপুর এই প্রশ্নের জবাবে আসল সত্য প্রকাশ্যে আনেন৷ তিনি জানান, 'মাত্র ২১ বছর বয়সেই বাবার থেকে নেওয়া ৩০ হাজার টাকার বিনিময়ে পুরস্কার কিনে নিয়েছিলাম'৷ সেই বছরই সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ঋষি কাপুর৷ ঋষির এই সত্য প্রকাশ্যে আসতেই জোরদার সমালোচনা শুরু হয়ে যায়৷ তবে এই নিয়ে আজও চর্চা অব্যাহত বি-টাউনে৷
ঋষি কাপুর এই প্রশ্নের জবাবে আসল সত্য প্রকাশ্যে আনেন৷ তিনি জানান, 'মাত্র ২১ বছর বয়সেই বাবার থেকে নেওয়া ৩০ হাজার টাকার বিনিময়ে পুরস্কার কিনে নিয়েছিলাম'৷ সেই বছরই সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ঋষি কাপুর৷ ঋষির এই সত্য প্রকাশ্যে আসতেই জোরদার সমালোচনা শুরু হয়ে যায়৷ তবে এই নিয়ে আজও চর্চা অব্যাহত বি-টাউনে৷
advertisement
5/5
যদিও পরে ঋষি দাবি করেন , 'এই টাকা আদৌ সঠিক লোকের কাছের পৌঁছেছে কি না তা নিশ্চিত হতে পারেননি'৷ তবে তিনি আরও বলেন, ১৯৭৩ সালে ববি ছবির পাশাপাশি প্রকাশ মেহরার 'জঞ্জীর' ছবিটি  মুক্তি পেয়েছিল৷ অমিতাভও সেই পুরস্কারের যোগ্য ছিলেন৷ তবে কি অমিতাভকে ফাঁদে ফেলাই মূল লক্ষ্য ছিল৷  পুরস্কারের লোভে টাকা দিয়ে পুরস্কার কেনার পরে লজ্জিত ছিলেন বলে জানান ঋষি কাপুর৷
যদিও পরে ঋষি দাবি করেন , 'এই টাকা আদৌ সঠিক লোকের কাছের পৌঁছেছে কি না তা নিশ্চিত হতে পারেননি'৷ তবে তিনি আরও বলেন, ১৯৭৩ সালে ববি ছবির পাশাপাশি প্রকাশ মেহরার 'জঞ্জীর' ছবিটি মুক্তি পেয়েছিল৷ অমিতাভও সেই পুরস্কারের যোগ্য ছিলেন৷ তবে কি অমিতাভকে ফাঁদে ফেলাই মূল লক্ষ্য ছিল৷ পুরস্কারের লোভে টাকা দিয়ে পুরস্কার কেনার পরে লজ্জিত ছিলেন বলে জানান ঋষি কাপুর৷
advertisement
advertisement
advertisement