Happy Birthday Anushka: জন্মদিনে স্ত্রী অনুষ্কার সম্পর্কে এ কোন গোপন কথা ফাঁস করলেন বিরাট, আদুরে বার্তা ভাইরাল

Last Updated:
Happy Birthday Anushka: স্ত্রী অনুষ্কার জন্মদিনে এবার আদুরে বার্তা এল স্বামী বিরাট কোহলির থেকে৷ আইপিএল-এর ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ার পাতায় একগুচ্ছ ছবি পোস্ট করে আদুরে বার্তা দিলেন বিরাট কোহলি৷
1/7
৩৫-এ পা দিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা৷ ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ প্রিয় অভিনেত্রীকে জন্মদিনে ভালবাসায় ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে৷
৩৫-এ পা দিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা৷ ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ প্রিয় অভিনেত্রীকে জন্মদিনে ভালবাসায় ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে৷
advertisement
2/7
 স্ত্রী অনুষ্কার জন্মদিনে এবার আদুরে বার্তা এল স্বামী বিরাট কোহলির থেকে৷ আইপিএল-এর ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ার পাতায় একগুচ্ছ ছবি পোস্ট করে  আদুরে বার্তা দিলেন বিরাট কোহলি৷
স্ত্রী অনুষ্কার জন্মদিনে এবার আদুরে বার্তা এল স্বামী বিরাট কোহলির থেকে৷ আইপিএল-এর ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ার পাতায় একগুচ্ছ ছবি পোস্ট করে আদুরে বার্তা দিলেন বিরাট কোহলি৷
advertisement
3/7
 অনুষ্কার একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করে সঙ্গে একটি সুন্দর ক্যাপশনও লিখেছেন বিরাট কোহলি৷ ক্যাপশনে লেখা-'রোগা, মোটা যাই হও,সমস্ত সুন্দর পাগলামির মধ্যেই তোমাকে ভালবাসি৷ শুভ জন্মদিন আমার সবকিছু'৷
অনুষ্কার একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করে সঙ্গে একটি সুন্দর ক্যাপশনও লিখেছেন বিরাট কোহলি৷ ক্যাপশনে লেখা-'রোগা, মোটা যাই হও,সমস্ত সুন্দর পাগলামির মধ্যেই তোমাকে ভালবাসি৷ শুভ জন্মদিন আমার সবকিছু'৷
advertisement
4/7
অভিনেত্রী অনুষ্কার নানা মুডের ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট৷ কখনও হাসছেন তো কখনও আবার অভিমানী, সবধরনের লুকেই নজর কেড়েছেন অনুষ্কা৷ প্রতিটি ছবিই নেটদুনিয়ায় ভাইরাল৷
অভিনেত্রী অনুষ্কার নানা মুডের ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট৷ কখনও হাসছেন তো কখনও আবার অভিমানী, সবধরনের লুকেই নজর কেড়েছেন অনুষ্কা৷ প্রতিটি ছবিই নেটদুনিয়ায় ভাইরাল৷
advertisement
5/7
 বিরাটের এই পোস্টে  লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন অনুষ্কা শর্মা৷  এই পোস্টের কমেন্টে নেটিজেনরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ কেউ আবার বলেছেন, 'ভাই আজ বৌদিকে সেঞ্চুরি মেরে গিফট দিয়ে দিও'৷
বিরাটের এই পোস্টে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন অনুষ্কা শর্মা৷ এই পোস্টের কমেন্টে নেটিজেনরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ কেউ আবার বলেছেন, 'ভাই আজ বৌদিকে সেঞ্চুরি মেরে গিফট দিয়ে দিও'৷
advertisement
6/7
নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কিন্তু যখনই সুযোগ পান, একে অপরের প্রতি ভালবাসা জাহির করেন এই তারকা দম্পতি। তেমনই জন্মদিনের দিন স্ত্রী-র নানা মুহূর্তের ছবি শেয়ার করে ভালবাসা জানিয়েছেন বিরাট৷
নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কিন্তু যখনই সুযোগ পান, একে অপরের প্রতি ভালবাসা জাহির করেন এই তারকা দম্পতি। তেমনই জন্মদিনের দিন স্ত্রী-র নানা মুহূর্তের ছবি শেয়ার করে ভালবাসা জানিয়েছেন বিরাট৷
advertisement
7/7
২০১৩ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন অনুষ্কা ও বিরাট৷  তারপর ২০১৭ সালে বিরাট কোহলির সঙ্গে ইটালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা৷ বিয়ের বছর তিন পর বিরুষ্কার কোল আলো করে এসেছে তাদের সন্তান ভামিকা৷ আপাতত মেয়েকে নিয়ে সুখের সংসার তাদের৷
২০১৩ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন অনুষ্কা ও বিরাট৷ তারপর ২০১৭ সালে বিরাট কোহলির সঙ্গে ইটালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা৷ বিয়ের বছর তিন পর বিরুষ্কার কোল আলো করে এসেছে তাদের সন্তান ভামিকা৷ আপাতত মেয়েকে নিয়ে সুখের সংসার তাদের৷
advertisement
advertisement
advertisement