Udit Narayan Kissing Scandal: উদিত নারায়ণ যেন ‘সিরিয়াল কিসার’ ! শ্রেয়া-অলকাদের সঙ্গে পুরনো ভিডিও এখন ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Udit Narayan Kissing Scandal: উদিত নারায়ণের এই দু’-তিনটি ভিডিও নিয়ে আরও এক বার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা স্পষ্টই বর্ষীয়ান গায়কের দিকে আঙুল তুলছেন।
কলকাতা: মহিলা অনুরাগীকে চুম্বন কাণ্ডে বর্তমানে ‘টক অফ দ্য টাউন’ উদিত নারায়ণ। সোশ্যাল মিডিয়ায় এখন তাঁর ‘কিসিং ভিডিও’-র ছড়াছড়ি ! হ্যাঁ, শুধু এই একটা ঘটনাই নয়, গায়কের এর আগের একাধিক চুম্বনের ভিডিও ভাইরাল হয়েছে বর্তমানে ৷ সেখানে দেখা যাচ্ছে কোনও কনসার্ট বা অনুষ্ঠানে কখনও শ্রেয়া ঘোষাল, কখনও অলকা ইয়াগনিক, এমনকী করিশ্মা কাপুরকে জড়িয়ে ধরে চুমু খেতে ৷ ভিডিওর পাশাপাশি ছড়িয়ে পড়েছে উদিত নারায়ণকে নিয়ে একাধিক মিমও ৷
তবে যেভাবে এই ঘটনাকে প্রচার করা হচ্ছে তা ঠিক নয় বলেই দাবি গায়কের। আরও একবার চুম্বন বিতর্কে মুখ খুলেছেন তিনি। সংবাদমাধ্যমকে উদিত নারায়ণ জানিয়েছেন, “আমি কি দেশ কিংবা পরিবারের জন্য লজ্জাজনক কোনও কাজ করেছি? তাহলে কেন আমি জীবনের এই পর্যায়ে এসে এমন কাজ করব? একজন শিল্পী ও অনুরাগীর মধ্যে পবিত্র চুম্বন। কেন আপনারা এই ভিডিওটিকে এমন ঘৃণার চোখে দেখছেন? অনুরাগীকে আমাকে ভালবাসেন। আমি তাঁদের ভালবাসি।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, “যাঁরা আমার মহিলা অনুরাগীকে চুম্বনের সমালোচনা করছেন তাঁদের ধন্যবাদ জানাই। কারণ, তাঁরা আমাকে এই দুদিনে অনেক বেশি বিখ্যাত করে দিয়েছেন। দেবী সরস্বতীর আশীর্বাদ যখন সঙ্গে রয়েছে তখন আমি কারও পরোয়া করি না।”
advertisement
advertisement
Udit Narayan has a history of such predatory behaviour and yet he remains scot-free which is shocking.
What’s even more shocking is that none of the women slapped him back after the act.
That’s supposed to be the normal initial reaction.
pic.twitter.com/WdwPcSg0xv— Johns (@JohnyBravo183) February 1, 2025
advertisement
এ বার সমাজমাধ্যমে ভাইরাল হয়ে চলেছে উদিতের একের পর এক ভিডিও, যেখানে তাঁকে অবিরাম চুম্বন করতে দেখা গিয়েছে। কখনও শ্রেয়া ঘোষাল, তো কোথাও অলকা ইয়াগনিক— গায়িকাদের গালেও তিনি একের পর এক চুম্বন এঁকে দিয়েছেন। প্রায় কোনও বারই সম্মতি নেননি পাশের মানুষটির।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2025 9:50 AM IST