Fact Check: ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’-এর সঙ্গে উদ্দাম নাচ বরের, রাগের চোটে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা, এই খবর কি সত্যি?

Last Updated:
Fact Check of Viral Marriage News: ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’। নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘খলনায়ক’ ছবির বিখ্যাত গান। কিন্তু এই গান শুনেই নাকি রাগে ফেটে পড়ে বাবা ৷ তবে এই খবর সঠিক নয় ৷ এই Fact Check-ই তার প্রমাণ ৷
1/8
একটা গানের জন্যে কী বিয়ে ভেঙে যেতে পারে? ধুলোয় মিশে যেতে পারে পরিবারের মান-মর্যাদা? এমনই প্রশ্ন উঠে গেল দিল্লিতে। Representative Image
একটা গানের জন্যে কী বিয়ে ভেঙে যেতে পারে? ধুলোয় মিশে যেতে পারে পরিবারের মান-মর্যাদা? এমনই প্রশ্ন উঠে গেল দিল্লিতে। Representative Image
advertisement
2/8
‘চোলি কে পিছে কেয়া হ্যায়’। নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘খলনায়ক’ ছবির বিখ্যাত গান। কিন্তু এই গান শুনেই রাগে-ক্ষোভে ফেটে পড়েন কনের বাবা। আর তাঁকে শান্ত করা যায়নি। রাগের চোটে মেয়েকে নিয়ে বিয়ের আসর ছেড়ে চলে যান তিনি। Representative Image
‘চোলি কে পিছে কেয়া হ্যায়’। নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘খলনায়ক’ ছবির বিখ্যাত গান। কিন্তু এই গান শুনেই রাগে-ক্ষোভে ফেটে পড়েন কনের বাবা। আর তাঁকে শান্ত করা যায়নি। রাগের চোটে মেয়েকে নিয়ে বিয়ের আসর ছেড়ে চলে যান তিনি। Representative Image
advertisement
3/8
বর হতবাক। বরযাত্রীরা কিংকর্তব্যবিমূঢ়। কী করা উচিত, বুঝে উঠতে পারছেন না কেউ। একটা গানের যে এমন ভয়াবহ অভিঘাত হতে পারে, বর বা বরযাত্রীর কারও মাথাতেও আসেনি। বিয়ের আসরে বন্ধুবান্ধবরা হাসিঠাট্টা করে। মজা হয়। এটাই রীতি। ১৬ জানুয়ারিও তেমনটাই চলছিল। সন্ধ্যা নাগাদ বরযাত্রীদের নিয়ে বিয়ের আসরে পৌছন বর। বন্ধুবান্ধবরা তাঁকে ‘চোলিকে পিছে কেয়া হ্যায়’ গানের তালে নাচতে বলেন। বরও রাজি হয়ে যান। কোমর দোলাতে শুরু করেন। Representative Image
বর হতবাক। বরযাত্রীরা কিংকর্তব্যবিমূঢ়। কী করা উচিত, বুঝে উঠতে পারছেন না কেউ। একটা গানের যে এমন ভয়াবহ অভিঘাত হতে পারে, বর বা বরযাত্রীর কারও মাথাতেও আসেনি। বিয়ের আসরে বন্ধুবান্ধবরা হাসিঠাট্টা করে। মজা হয়। এটাই রীতি। ১৬ জানুয়ারিও তেমনটাই চলছিল। সন্ধ্যা নাগাদ বরযাত্রীদের নিয়ে বিয়ের আসরে পৌছন বর। বন্ধুবান্ধবরা তাঁকে ‘চোলিকে পিছে কেয়া হ্যায়’ গানের তালে নাচতে বলেন। বরও রাজি হয়ে যান। কোমর দোলাতে শুরু করেন। Representative Image
advertisement
4/8
কিন্তু কনের বাবার এই দৃশ্য মোটেও পছন্দ হয়নি। বরযাত্রী সহ নিমন্ত্রিত অতিথিরা সবাই হাসিমুখে বরের নাচ দেখছিলেন। কেউ কেউ বরের সঙ্গে পা-ও মেলান। কিন্তু কনের বাবার মনে হয়, এটা অপমানজনক। গান এবং নাচ, দুটোই অত্যন্ত ‘অশ্লীল’। তাঁর মেয়েকে অপমান করা হয়েছে। Representative Image
কিন্তু কনের বাবার এই দৃশ্য মোটেও পছন্দ হয়নি। বরযাত্রী সহ নিমন্ত্রিত অতিথিরা সবাই হাসিমুখে বরের নাচ দেখছিলেন। কেউ কেউ বরের সঙ্গে পা-ও মেলান। কিন্তু কনের বাবার মনে হয়, এটা অপমানজনক। গান এবং নাচ, দুটোই অত্যন্ত ‘অশ্লীল’। তাঁর মেয়েকে অপমান করা হয়েছে। Representative Image
advertisement
5/8
কনের বাবা রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। “এ কী হচ্ছে? থামুন আপনারা”। থতমত খেয়ে যান সবাই। নাচ থামিয়ে কনের বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকান। তখন তিনি সাফ জানিয়ে দেন, এ বিয়ে হবে না। প্রথমে সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়। ব্যাপারটা কী হল? কনের বাবা জানান, এই ধরণের গানের সঙ্গে এমন নাচ মেনে নেওয়া যায় না। আসলে তাঁদের অপমান করা হয়েছে। তিনি এখানে মেয়ের বিয়ে দেবেন না। Representative Image
কনের বাবা রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। “এ কী হচ্ছে? থামুন আপনারা”। থতমত খেয়ে যান সবাই। নাচ থামিয়ে কনের বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকান। তখন তিনি সাফ জানিয়ে দেন, এ বিয়ে হবে না। প্রথমে সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়। ব্যাপারটা কী হল? কনের বাবা জানান, এই ধরণের গানের সঙ্গে এমন নাচ মেনে নেওয়া যায় না। আসলে তাঁদের অপমান করা হয়েছে। তিনি এখানে মেয়ের বিয়ে দেবেন না। Representative Image
advertisement
6/8
বর বুঝতে পারেন, গানটাই যত নষ্টের গোড়া। তিনি কনের বাবাকে বোঝানোর চেষ্টা করেন, এটা নিছকই মজা। তাঁদের অপমান করার উদ্দেশ্যে কিছু করা হয়নি। কিন্তু কনের বাবা সে সব শুনতে নারাজ। এমন পরিস্থিতিতে কনেও কাঁদতে শুরু করে দেন। কিন্তু বর, বরকর্তা কিংবা মেয়ের কান্না, কোনও কিছুতেই কনের বাবার মন গলেনি। Representative Image
বর বুঝতে পারেন, গানটাই যত নষ্টের গোড়া। তিনি কনের বাবাকে বোঝানোর চেষ্টা করেন, এটা নিছকই মজা। তাঁদের অপমান করার উদ্দেশ্যে কিছু করা হয়নি। কিন্তু কনের বাবা সে সব শুনতে নারাজ। এমন পরিস্থিতিতে কনেও কাঁদতে শুরু করে দেন। কিন্তু বর, বরকর্তা কিংবা মেয়ের কান্না, কোনও কিছুতেই কনের বাবার মন গলেনি। Representative Image
advertisement
7/8
এই ঘটনায় সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ কনের বাবার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলছেন, “বিয়েতে কেউ ‘চোলি কে পিছে কেহা হ্যায়’ বাজায়?” আবার কেউ বরের পাশে দাঁড়িয়ে বলছেন, “এই গানকে এত সিরিয়াসলি নেওয়ার কী আছে?” তবে পক্ষে বা বিপক্ষ মত যাই থাকুক না কেন, কাঠগড়ায় আসামী করা হচ্ছে গান-কেই। Representative Image
এই ঘটনায় সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ কনের বাবার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলছেন, “বিয়েতে কেউ ‘চোলি কে পিছে কেহা হ্যায়’ বাজায়?” আবার কেউ বরের পাশে দাঁড়িয়ে বলছেন, “এই গানকে এত সিরিয়াসলি নেওয়ার কী আছে?” তবে পক্ষে বা বিপক্ষ মত যাই থাকুক না কেন, কাঠগড়ায় আসামী করা হচ্ছে গান-কেই। Representative Image
advertisement
8/8
Fact Check: তবে Boom Live-এর করা ফ্যাক্ট চেক থেকে দেখা গিয়েছে এই খবর সঠিক নয় ৷
Fact Check: তবে Boom Live-এর করা ফ্যাক্ট চেক থেকে দেখা গিয়েছে এই খবর সঠিক নয় ৷
advertisement
advertisement
advertisement