Tu Jhoothi Main Makkaar Box office collection: বছরের শুরুটা মন্দ হল না! ১০০ কোটির ক্লাবের সদস্য রণবীর-শ্রদ্ধার 'তু ঝুটি...'
- Published by:Sanchari Kar
Last Updated:
Tu Jhoothi Main Makkaar Box office collection: সারা বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ১২২ কোটির ব্যবসা করেছে ছবিটি। রণবীর এবং শ্রদ্ধা, দু'জনেরই এটি ছ'নম্বর ছবি যা ১০০ কোটির ক্লাবের সদস্য হল।
মুম্বই: বছরের শুরুটা তবে ভাল ভাবেই হল রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের। বক্স অফিসে ভাঁড়ার ভরল 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর। মুক্তির ১১ দিনের মাথায় দেশে নেট ১০০ কোটি টাকার ব্যবসা করল লাভ রঞ্জন পরিচালিত ছবিটি।
সারা বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ১২২ কোটির ব্যবসা করেছে ছবিটি। রণবীর এবং শ্রদ্ধা, দু'জনেরই এটি ছ'নম্বর ছবি যা ১০০ কোটির ক্লাবের সদস্য হল। এই ছবিতে তাঁদের পাশাপাশি অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর এবং কমেডিয়ান অনুভব সিং বাস্সি। টি সিরিজের সঙ্গে ছবিটি প্রযোজনা করেছেন লাভ এবং অংশুল গর্গ।
#TuJhoothiMainMakkaar has entered the 100 Crore Club. Accomplishes the feat in 11 days.
This is also #RanbirKapoor and #ShraddhaKapoor’s 6th 100 crores film each. Do you know which are their other five? pic.twitter.com/ohIKOlefos — Joginder Tuteja (@Tutejajoginder) March 19, 2023
advertisement
advertisement
এই ছবিতে প্রথম জুটি হিসেবে দেখা যায় রণবীর-শ্রদ্ধাকে। তাঁদের রসায়ন দর্শকদের মনে ধরেছে। মুক্তির আগে 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর চুটিয়ে প্রচার করেন দুই তারকা। কলকাতায়ও এসেছিলেন রণবীর।
advertisement
শহরে এসে বলেছিলেন, ‘‘এই শহরের মানুষ বড়ই ভাল। এবং শিল্প-সংস্কৃতিতে পরিপূর্ণ। কলকাতার খাবারও আমার খুব ভাল লাগে। আর তাই এখানে এসে প্রচুর খেয়ে নিয়েছি। আলু পোস্ত, সর্ষে মাছ। তা ছাড়া মিষ্টি দই আমার খুব প্রিয়। প্রায় ৪ বালতি দই খেলাম আমি!"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2023 2:44 PM IST