Tu Jhoothi Main Makkaar: দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া! ২য় দিনে রণবীর-শ্রদ্ধার 'তু ঝুটি...'-র ভাঁড়ারে কত?
- Published by:Sanchari Kar
Last Updated:
Tu Jhoothi Main Makkaar: হোলির দিন পর্দায় আসে 'তু ঝুটি...'। ছুটির দিনে ভাল ব্য়বসা করে ছবিটি। শুরুতেই ১৫.৭৩ কোটি আয় করে এই রমকমটি।
মুম্বই: ৮ মার্চ মুক্তি পেয়েছে 'তু ঝুটি ম্য়ায় মক্কার'। লাভ রঞ্জন পরিচালিত এই রমকমে মুখ্য় ভূমিকায় রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। দর্শকমহলে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বক্স অফিসের হিসেবনিকেশ কী বলছে? কত টাকা এল ছবিটির ভাঁড়ারে?
হোলির দিন পর্দায় আসে 'তু ঝুটি...'। ছুটির দিনে ভাল ব্য়বসা করে ছবিটি। শুরুতেই ১৫.৭৩ কোটি আয় করে এই রমকমটি। তবে দ্বিতীয় দিনে সেই অঙ্কে ৩৫ শতাংশ হ্রাস দেখা গিয়েছে।
বৃহস্পতিবার এই ছবির ভাঁড়ারে এসেছে ৯-৯.৫ কোটি টাকা। আপাতত এই ছবির আয় মোট ২৩.৫ কোটি। তবে সপ্তাহান্তে এই রমকমের আয় বাড়বে বলে মনে করছেন বলিউড বাণিজ্য় বিশেষজ্ঞরা। শুক্রবার থেকে এই ছবির ভাঁড়ার আরও বেশি ভরবে বলে আশা করা যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: কন্যাসম সহকারীর বিয়ে! মোহর-দুর্নিবারের জন্য় বিশেষ বার্তা আবেগঘন প্রসেনজিতের
'পাঠান'-এর পর চলতি বছরে হিট-এর তকমা পেতে পারে 'তু ঝুটি ম্য়ায় মক্কার'। আগামী সপ্তাহ থেকে অজয় দেবগণের 'ভোলা' সঙ্গে বক্স অফিসে টক্কর দেবে ছবিটি।
advertisement
এই ছবিতে প্রথম জুটি হিসেবে দেখা যাবে রণবীর-শ্রদ্ধাকে। ছবির গানগুলি ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে। কিন্তু ব্যবসার নিরিখে শেষমেশ কতটা সফল হবে ছবিটি? এখন সেটাই দেখার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 2:31 PM IST