Bengali Serial TRP: জগদ্ধাত্রী ফিরে পেলে তার হারানো স্থান! কিন্তু সেরার সেরা কে? দেখে নিন বাংলা মেগার টিআরপি তালিকার সেরা দশ

Last Updated:

সব মিলিয়ে আগের সপ্তাহে তুলনা এই সপ্তাহে সব সিরিয়ালের নম্বরই বেশ কিছুটা বেড়েছে। প্রায় সব মেগাতেই থাকছে দোলের কিছু না কিছু বিশেষ চমক আর এই কারনে কি আবারও নম্বর বাড়ছে বাংলা মেগার?

 টিআরপি তালিকা দেখে নিন এক নজরে
টিআরপি তালিকা দেখে নিন এক নজরে
কলকাতা: আবারও সেরার সেরা 'অনুরাগের ছোঁয়া'। দার্জিলিংয়ে মিশকার চক্রান্তকে ব্যর্থ করে সূর্য-দীপা সোনাকে উদ্ধার করে। এই ঘটনা তাদের আরও কাছাকাছি নিয়ে আসে। দার্জিলিং থেকে তারা যেদিন ফেরে, সেই দিনই দোল, এমনটাই দেখা যায় সিরিয়ালে। সূর্য-দীপা দুজনেরই মনে পড়ে যায় যে এই দিন কয়েক বছর আগে সূর্য দীপাকে তার মনের কথা জানিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল। ফলে এই দিনটা তাদের কাছে খুব বিশেষ। কিন্তু তাও তাদের মান অভিমানের পালা যেহেতু এখনও অব্যাহত তাই তারা জীবনের মূল স্রোতে ফিরে যায়। চারিদিকে দোলের মেজাজ। রুপা দোল খেলার জন্য তার মামুর সঙ্গে মিলে সব আয়োজন করতে থাকে। অন্যদিকে সূর্য দোলের দিনই সোনাকে জোর করে আমেরিকায় নিয়ে যেতে গেলে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে সোনা।
ডাক্তার জানান সোনা ট্রমাটাইজ, যে কোনও মুহূর্তে কোমায় চলে যেতে পারে তাই পরিস্থিতির গুরুত্ব দেখে সূর্য দীপাকে সোনার কাছাকাছি আসতে দেয় এবং তারপর সোনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে সূর্য দীপাকে অনুরোধ করে সেনগুপ্ত বাড়িতে গিয়ে সোনার দেখাশোনা করার জন্য সোনার কাছে থাকার জন্য। কিন্তু দীপা যেতে রাজি হয় না বরং সূর্যকে এই প্রস্তাব দেয় যে সে যেন সোনাকে তার কাছে নিয়ে আসে। হোলির দিনে সূর্য সোনাকে দীপার কাছে দিতে আসে এবং সোনা-রূপা একসঙ্গে হোলি খেলে। সূর্যও ভুলবশত হোলির রঙে রাঙিয়ে দেয় দীপাকে। সোনার অসুস্থতার ফলে সূর্য-দীপা আরও কাছাকাছি আসছে । দর্শকদের আগ্রহও ফলে বাড়ছে। সবাই আগ্রহী কবে সব ভুল বোঝাবুঝি শেষ হবে তাদের। সূর্য-দীপা একে অপরের কাছে আসবে এবং সেই আগ্রহই 'অনুরাগের ছোঁয়া'কে আবারও বেঙ্গল টপার করেছে।
advertisement
advertisement
অন্যদিকে, 'জগদ্ধাত্রী'র নতুন প্রমোতে দেখানো হয়েছে মান অভিমানের পালা কাটিয়ে স্বয়ম্ভূ-জগদ্ধাত্রী একে অপরকে ভালবাসার কথা জানাচ্ছে। অন্যদিকে, কৌশিকী-সমরেশও আসছে কাছাকাছি। তার মধ্যে বিপদের আভাস। সব মিলিয়ে টিআরপি তালিকায় আবারও 'নিম ফুলের মধু'কে পিছনে ফেলে, দ্বিতীয় স্থানে উঠে এল 'জগদ্ধাত্রী'।
advertisement
অন্যদিকে, গানে-নাচে জমে উঠেছে 'নিম ফুলের মধু'-এর দোলের বিশেষ পর্ব। পর্ণা-সৃজনের প্রথম দোল। পর্ণা যদিও শুরুতে জানায় সৃজনদের পাড়ায় যে ধরনের দোল হয় সেটা পর্ণার বিশেষ পছন্দ না। কিন্তু পরে আস্তে আস্তে সেই দোল ভাল লাগতে শুরু করে তাঁর। রং খেলা শেষে সৃজন স্নান করতে যায়। পর্ণা বুঝতে না পেরে বাথরুমে ঢুকে গেলে সৃজন ভিতর থেকে বাথরুমের দরজা আটকে শাওয়ার খুলে দেয়, একসঙ্গে ভিজতে থাকে দুজন।
advertisement
তার মধ্যেই এসে পড়ে সৃজনের মা এবং আন্দাজ করে যে ভিতরে সৃজন-পর্ণা দুজনেই আছে। পর্ণা কোনও ভাবে পরিস্থিতি সামাল দিলেও সৃজনের মায়ের সন্দেহ থেকেই যায়। সবটা মিলিয়ে জমজমাট 'নিম ফুলের মধু'। তবে দ্বিতীয় স্থান থেকে এবার পঞ্চম স্থানে নেমে এল 'নিম ফুলের মধু'।
advertisement
'মিঠাই'তে গল্প নিয়েছে নতুন মোড়। ইতিমধ্যেই ফিরে এসেছে মিঠাই। তবে সে হারিয়েছে তার পুরনো স্মৃতি। সিদ্ধার্থ ও পুরো মোদক পরিবার নানা ভাবে মিঠাইয়ের স্মৃতি ফেরানো চেষ্টা করছে। তারমধ্যেই নফর চন্দ্র মিষ্টি আর মিঠাইকে দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলে সিদ্ধার্থ নিজের কাছে মিষ্টিকে নিয়ে চলে যায়। সবটা মিলিয়ে মিঠাই কিন্তু টিআরপি তালিকায় এবারেও নিজের জায়গা  করে নিয়েছে।
advertisement
'মেয়েবেলা'তে ডোডো-মৌয়ের বিয়ে হয়েছে। কিন্তু তাও নানা আলোচনায় বার বার উঠে আসছে চাঁদনির কথা। পাশাপাশি বীথি এখনও মেনে নেয়নি মৌকে। অন্যদিকে সিরিয়ালের নতুন প্রোমোতে দেখা গিয়েছে যে ডোডো-মৌয়ের ফুলশয্যা। সেখানে ডোডো ঘরের বাইরে যেতে চাইলে মৌ তাকে আটকায় এবং জানায় তাদের সম্পর্ক যেমনই হোক তা যেনো না কোনও ভাবেই পরিবারের অন্য কারুর কাছে প্রকাশ পায়।
advertisement
তার মধ্যে সেই রাতেই বীথি অসুস্থ হয়ে পড়ে। বীথি কি সত্যি অসুস্থ হয়ে পড়ে নাকি ডোডো-মৌয়ের ফুলশয্যা না হতে দেওয়ার জন্য এরকম করে? মৌ-ডোডোর ভবিষ্যৎ কী হতে চলেছে? এই সব প্রশ্ন ভাবাচ্ছে দর্শকদের। আর সেই প্রশ্ন থেকেই টি আর পি তালিকায় অষ্টম স্থানে 'মেয়েবেলা'।
অন্যদিকে, দোলে জমে উঠেছে 'গাঁটছড়া'তেও। খড়ির অ্যাক্সিডেন্ট হয় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সে হাসপাতাল থেকে উধাও হয়ে যায়। ঋদ্ধিমান তা নিয়ে খুব চিন্তিত হয়ে দোলের দিন তার পরিবারের সকলকে যখন খড়ির কথা জানায় তখনই খড়ি আসে।
সিংহরায় পরিবার দোলের পুজো সেরে রঙখেলায় মেতে ওঠে। তার মধ্যে কুণাল ভাবতে থাকে তার ও বনির সম্পর্কের বিষয়ে তার মাকে কীভাবে রাজি করাবে। শেষ পর্যন্ত কি বনি-কুণালের মিল করাতে পারবে খড়ি-ঋদ্ধি, এই প্রশ্নই টিআরপি তালিকায় অষ্টম  স্থানে জায়গা করে দিয়েছে 'মেয়েবেলা'র পাশাপাশি 'গাঁটছড়া'কেও।
সব মিলিয়ে আগের সপ্তাহে তুলনা এই সপ্তাহে সব সিরিয়ালের নম্বরই বেশ কিছুটা বেড়েছে। প্রায় সব মেগাতেই থাকছে দোলের কিছু না কিছু বিশেষ চমক আর এই কারনে কি আবারও নম্বর বাড়ছে বাংলা মেগার?
অন্যান্য ধারাবাহিক গুলি টিআরপি তালিকা কোন কোন স্থান দখল করে নিল দেখে নিন এক নজরে
প্রথমঅনুরাগের ছোঁয়া
দ্বিতীয়জগদ্ধাত্রী
তৃতীয় গৌরী এলো
চতুর্থ  খেলনা বাড়ি
পঞ্চম  নিম ফুলের মধু
ষষ্ঠপঞ্চমী
সপ্তম মিঠাই,  হরগৌরী পাইলস হোটেল, বাংলা মিডিয়াম
অষ্টমমেয়েবেলা, গাঁটছড়া
নবমসোহাগ জল 
দশম এক্কাদোক্কা 
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: জগদ্ধাত্রী ফিরে পেলে তার হারানো স্থান! কিন্তু সেরার সেরা কে? দেখে নিন বাংলা মেগার টিআরপি তালিকার সেরা দশ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement