হোম /খবর /বিনোদন /
কন্যাসম সহকারীর বিয়ে! মোহর-দুর্নিবারের জন্য় বিশেষ বার্তা আবেগঘন প্রসেনজিতের

Durnibar-Mohor Wedding: কন্যাসম সহকারীর বিয়ে! মোহর-দুর্নিবারের জন্য় বিশেষ বার্তা আবেগঘন প্রসেনজিতের

Durnibar-Mohor Wedding: প্রসেনজিতের জীবনের অনেকটা জুড়ে রয়েছেন মোহর। সহকারীকে নিজের মেয়ের মতোই ভালবাসেন অভিনেতা।

  • Share this:

কলকাতা: কন্য়াসম সহকারীর বিয়ে। মোহর ওরফে ঐন্দ্রিলা সেনের বিয়েতে কনেকর্তার ভূমিকায় থাকলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। ব্য়স্ত রুটিন ভুলে মোহর এবং গায়ক দুর্নিবার সাহার বিয়ের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অভিনেতা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মোহরের পাশেই থাকতে দেখা গেল তাঁকে।

প্রসেনজিতের জীবনের অনেকটা জুড়ে রয়েছেন মোহর। সহকারীকে নিজের মেয়ের মতোই ভালবাসেন অভিনেতা। তাঁর সর্বক্ষণের সঙ্গী মোহর। তাঁর বিশেষ দিনে তাই স্বাভাবিক ভাবেই আবেগঘন 'বুম্বাদা'। নবদম্পতিকে নতুন অধ্য়ায় শুরুর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে বর-কনেকে সঙ্গে নিয়ে একটি ছবিও দিয়েছেন তিনি।

প্রসেনজিৎ লিখেছেন, 'দু'জনের জন্য অসংখ্য শুভেচ্ছা ও আশীর্বাদ রইলো দাদার তরফ থেকে। ভাল থেকো।'

আরও পড়ুন: মাটন-পনির-কচুড়ি-স্যালাড, এলাহি আয়োজন দুর্নিবার-মোহরের বিয়েতে, রইল খাবারের ছবি!

আরও পড়ুন: এদিকে নবদম্পতি, ওদিকে সুপারহিট জুটি! দুর্নিবার-মোহরের সঙ্গে ছবি ঋতু-বুম্বাদার

ইন্ডাস্ট্রির চেনামুখেরা হাজির হয়েছিলেন মোহর-দুর্নিবারের বিয়েতে। অগ্নিসাক্ষী করে, সাতপাক ঘুরে জীবনের নতুন অধ্য়ায় শুরু করলেন তাঁরা। কন্য়াসম সহকারীর বিয়েতে শাঁখও বাজাতে দেখা গেল প্রসেনজিতকে।

 

জাঁকজমকের সঙ্গেই মোহর-দুর্নিবারের বিয়েতে ছিল পেটপুজোর এলাহি আয়োজন। খানাপিনার তালিকা এতই বড় যে কেউই বোধহয় সব কিছু খেয়ে উঠতে পারলেন না। ড়াইশুঁটির কচুরি, নারকেল দেওয়া ছোলার ডাল, পনির বাটার মাসালা, সঙ্গে সঙ্গে গরম গরম রেঁধে দেওয়া তাওয়া ফিস। ছিল নানা ধরনের কবাব, মাটন কষা, মাছের হরেক পদ। শেষ পাতে ছিল মিষ্টিমুখের আয়োজনও। সব মিলিয়ে রাজসিক ভাবে নতুন জীবনে পা রাখলেন মোহর-দুর্নিবার।

Published by:Sanchari Kar
First published:

Tags: Prosenjit Chatterjee